রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫, ৬ আশ্বিন ১৪৩২
ছবি : সংগৃহীত
ঢাকায় ঋতু পরিবর্তনের আভাস এখনই টের পাওয়া যাচ্ছে। ভোরের দিকে হালকা কুয়াশা, দুপুরে মেঘলা আকাশ আর বিকেল–রাতের দিকে হঠাৎ বৃষ্টি; সব মিলিয়ে প্রকৃতি যেন শীতের আগমন বার্তা জানাতে শুরু করেছে। তবে আবহাওয়া অফিসের তথ্য বলছে, এখনও শীত নামতে কিছুটা দেরি আছে।
সেপ্টেম্বরের শেষভাগে ঢাকার আকাশ মেঘে ঢাকা থাকছে নিয়মিত। দিনের বেলায় তাপমাত্রা থাকে ৩২ থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে, আর রাতের তাপমাত্রা নেমে আসে ২৬ থেকে ২৭ ডিগ্রিতে। গরম–আর্দ্র এই পরিবেশে বৃষ্টির প্রবণতাও বেশ প্রকট। প্রায় প্রতিদিনই বিকেলের দিকে হালকা বৃষ্টি বা বজ্রসহ ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। এই পরিস্থিতি আগামী এক সপ্তাহ ধরে চলতে পারে।
ঢাকায় ভোরবেলা কুয়াশার আবরণ চোখে পড়ছে ইতোমধ্যেই। বিশেষজ্ঞদের মতে, আর্দ্রতা ও রাতের তাপমাত্রা সামান্য কমে আসার কারণে এমন কুয়াশা দেখা দিচ্ছে। অক্টোবর জুড়ে এমন অবস্থা চললেও প্রকৃত শীত নেমে আসবে নভেম্বরের দিকে। আবহাওয়াবিদদের হিসাবে, অক্টোবরের শেষের দিকে ধীরে ধীরে বর্ষা-পরবর্তী ঋতু কাটিয়ে আকাশ পরিষ্কার হতে শুরু করবে। এরপর নভেম্বরের শুরুতে শীতের পরশ টের পাওয়া যাবে।
তবে ঢাকায় প্রকৃত শীত অনুভূত হয় মূলত জানুয়ারি মাসে। তখন রাতের তাপমাত্রা অনেকটা কমে আসে, সকালের দিকে ঘন কুয়াশা দেখা দেয়, আর দিনের রোদও হয়ে ওঠে ম্লান। ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্তই বাংলাদেশে শীতকাল ধরা হয়, কিন্তু তীব্রতা সবচেয়ে বেশি জানুয়ারিতেই।
ঢাকায় এখন বৃষ্টির সঙ্গে কুয়াশার মিশ্র ঋতু পরিবর্তনের সময় চলছে। নগরবাসীকে বৃষ্টির ভোগান্তি আর আর্দ্রতার গরম সহ্য করতে হবে আরও কিছুদিন। তবে শীতের হাওয়া বইতে শুরু করবে নভেম্বরের শেষ দিকে, আর প্রকৃত শীতের আমেজ মিলবে জানুয়ারিতে।
আপনার মতামত দিন:
(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)