সোমবার, ৪ আগস্ট ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২


রাজধানীতে চোখ বেঁধে ব্যবসায়ীর হাতের রগ কাটল দুর্বৃত্তরা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:৯ মার্চ ২০২৫, ১২:০৫

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

রাজধানীর শাহজাহানপুরের শান্তিবাগে দোকান খুলতেই মুদি ব্যবসায়ী রুহুল আমিনকে(৫৫) এলোপাতাড়ি কুপিয়ে হাতের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা।

রোববার (৯ মার্চ) ভোর ৬টার দিকে ৮/ক শান্তিবাগ পানির পাম্পের কাছে এ ঘটনা ঘটে। পরে সকাল সোয়া ৮টার দিকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

রুহুল আমিন ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার পানিয়ারুপ গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে। বর্তমানে শাজাহানপুর এলাকায় ভাড়া থাকেন।

আহত মুদি ব্যবসায়ীর শ্যালক আমানুল্লাহ জানান, শান্তিবাগ পানির পাম্পের কাছে মুদি দোকানের ব্যবসা করতো আমার ভগ্নিপতি। আজ (রোববার) ভোর ৬টার দিকে মুদি দোকান খুলে বসেছিল আমার ভগ্নিপতি। এই সময় অজ্ঞাত পরিচয়ের ২ থেকে ৩ জন দুর্বৃত্ত দোকানে এসে চোখ বেঁধে ধারালো ছুরি দিয়ে দুই হাতের রগ কেটে দেয় এবং পায়ে ও বুকে আঘাত করে গুরুতর আহত করে আমার ভগ্নিপতিকে।

পরে আমরা খবর পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। বর্তমানে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা চলছে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, সকালের দিকে রক্তাক্ত জখম অবস্থায় ওই মুদি ব্যবসায়ীকে হাসপাতালে আনা হয়। বর্তমানে জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:০৮ ভোর
যোহর ১২:০৫ দুপুর
আছর ০৪:৪২ বিকেল
মাগরিব ০৬.৪৪ সন্ধ্যা
এশা ০৮:৩ রাত

সোমবার ৪ আগস্ট ২০২৫