বৃহঃস্পতিবার, ৮ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২


মিরপুরের কালশীতে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে অবৈধ দোকান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:৮ মে ২০২৫, ১২:০৯

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

রাজধানীর মিরপুরের কালশী এলাকায় রাস্তার জায়গা দখল করে গড়ে ওঠা দোকানগুলো গুঁড়িয়ে দিচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।

বৃহস্পতিবার (৮ মে) বেলা সাড়ে ১১টার দিকে মিরপুরের কালশীর স্টিল ব্রিজ সংলগ্ন সড়কে গড়ে ওঠা অবৈধ দোকানগুলো উচ্ছেদ করা হচ্ছে। অভিযান পরিচালনা করছেন ডিএনসিসি অঞ্চল-২ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটট জিয়াউর রহমান।

তিনি বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে আজ এ অভিযান পরিচালিত হচ্ছে। এখানকার রাস্তার দুই পাশে জায়গা দখল করে গড়ে ওঠা দোকানগুলো উচ্ছেদ করা হবে।

এই সিটি কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, মিরপুরের কালশীর স্টিলের ব্রিজ সংলগ্ন সড়কের দুপাশে আজ প্রায় এক কিলোমিটার এলাকাসহ রাস্তায় গড়ে ওঠা দোকানগুলো উচ্ছেদ করে দেওয়া হবে।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৩:৫৭ ভোর
যোহর ১১:৫৫ দুপুর
আছর ০৪:৩২ বিকেল
মাগরিব ০৬:৩৪ সন্ধ্যা
এশা ০৭:৫২ রাত

বৃহঃস্পতিবার ৮ মে ২০২৫