শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২


ডেমরায় ছাদ থেকে পড়ে স্কুলছাত্রীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:২৬ জুন ২০২৫, ০০:১৭

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

রাজধানীর ডেমরা কোনাপাড়া এলাকায় একটি ভবনের ৬ তলার ছাদ থেকে পড়ে মোছা কাজল খাতুন (১৫) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছেন। কাজল ওই এলাকার বাসিন্দা কামাল হোসেনের মেয়ে এবং স্থানীয় মান্নান হাই স্কুলের নবম শ্রেণির ছাত্রী ছিলেন।

বুধবার (২৫ জুন) রাত পৌনে বারোটার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। পরে তার স্বজনরা তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। সেখানে রাত দেড়টার দিকে জরুরি বিভাগের ৪নং ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় কাজল মারা যান।

নিহত শিক্ষার্থীর মামা সুমন বলেন, গত রাতে ডেমরা কোনাপাড়া বাসার ৬ তলার ছাদ থেকে হঠাৎ পা পিছলে নিচে পড়ে যায় আমার ভাগ্নি কাজল। আমরা বিষয়টি জানতে পেরে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত দেড়টার দিকে মারা যায় আমার ভাগ্নি।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে ওই শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:১৮ ভোর
যোহর ১২:০২ দুপুর
আছর ০৪:৩৫ বিকেল
মাগরিব ০৬.২৯ সন্ধ্যা
এশা ০৭:৪৪ রাত

শনিবার ২৩ আগস্ট ২০২৫