শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২


ধানমন্ডিতে চালককে পিটিয়ে অটোরিকশা ছিনতাই

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:১৭ জুলাই ২০২৫, ১৪:০৬

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

ধানমন্ডি থানার মিরপুর রোডে চালক নুরুল হককে (৬০) মারধর করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) ভোরে এই ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

বৃদ্ধ নুরুল হকের বাড়ি ময়মনসিংহ জেলার সদর থানার আদা কানাই গ্রামে। তিনি রাজধানী ঢাকার হাজারীবাগ এলাকায় বসবাস করতেন।

তাকে হাসপাতালে নিয়ে আসা আসিফ নামে এক যুবক জানান, ধানমন্ডির মিরপুর সড়কে ৬০ বছরের বৃদ্ধ নুরুল হককে মারধর করে তার কাছে থাকা অটো ছিনিয়ে নিয়ে যায় ছিনতাইকারীরা। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, ভোরের দিকে আহত অবস্থায় এক অটোরিকশা চালককে নিয়ে আসা হয়। ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসা যুবকের কাছ থেকে জানতে পারি তাকে মারধর করে তার সঙ্গে থাকা অটোরিকশাটি ছিনিয়ে নিয়ে যায় ছিনতাইকারীরা। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

ডিএস /সীমা

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৩:৫৬ ভোর
যোহর ১২:০৫ দুপুর
আছর ০৪:৪৪ বিকেল
মাগরিব ০৬.৫২ সন্ধ্যা
এশা ০৮:১৩ রাত

শুক্রবার ১৮ জুলাই ২০২৫