রবিবার, ২৭ জুলাই ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২


গেন্ডারিয়ায় পূর্বশত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যা

Saima

প্রকাশিত:২৭ জুলাই ২০২৫, ১২:১৩

ছবি ‍সংগ্রহিত

ছবি ‍সংগ্রহিত

রাজধানীর গেন্ডারিয়ায় পূর্ব শত্রুতার জেরে আরিফুল ইসলাম বাবু (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
রোববার (২৭ জুলাই) সকাল পৌনে ৮টার দিকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরিফুল শরীয়তপুরের জাজিরা উপজেলার বালুরচর গ্রামের মৃত সেকান্দর আলীর ছেলে। বর্তমানে পরিবার নিয়ে গেন্ডারিয়ার মীরহাজীরবাগের মোল্লাপাড়ায় ভাড়া থাকতেন তিনি।
নিহতের স্ত্রী আয়েশা বেগম বলেন, আমার স্বামী একটি সিএনজি চালিত অটোরিকশার মালিক। এটি ভাড়া দিয়েই আমাদের সংসার চলতো। বিকেল সাড়ে ৫টার দিকে পূর্ব শত্রুতার জেরে স্থানীয় সন্ত্রাসী রবিন, শাহীন, মাসুদ ও কাদেরসহ ৪ থেকে ৫ জন আমার স্বামীকে ধারালো চাপাতি দিয়ে কুপিয়ে মাথায়, হাতে ও পায়ে গুরুতর জখম করে। খবর পেয়ে প্রথমে তাকে স্থানীয় একটি হাসপাতাল নিয়ে যাই। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য আজ সকালে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক জানান আমার স্বামী আর বেঁচে নেই।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, নিহত ওই ব্যক্তির মরদেহ হাসপাতালের জরুরি বিভাগে রাখা হয়েছে। আমরা বিষয়টি গেন্ডারিয়া থানা পুলিশকে জানিয়েছি।

 

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:০৪ ভোর
যোহর ১২:০৫ দুপুর
আছর ০৪:৪৪ বিকেল
মাগরিব ০৬.৪৮ সন্ধ্যা
এশা ০৮:৮ রাত

রবিবার ২৭ জুলাই ২০২৫