বুধবার, ২০ আগস্ট ২০২৫, ৫ ভাদ্র ১৪৩২


ওয়ারীতে বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:২০ আগষ্ট ২০২৫, ১১:১৮

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

রাজধানীর ওয়ারী থানাধীন লালমোহন শাহ স্ট্রিটের একটি বাসায় পানিভর্তি বালতিতে পড়ে মাহাদী হাসান (১ বছর ৬ মাস) নামে এক শিশু মারা গেছে।

মঙ্গলবার (১৯ আগস্ট) রাত আনুমানিক ৯টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

পারিবারিক সূত্রে জানা গেছে, মাহাদী দুই ভাইয়ের মধ্যে ছোট। তার বাবার নাম আবুল বাশার। তিনি একজন ব্যবসায়ী।

মৃত শিশুর মামা আলমগীর হোসেন জানান, মঙ্গলবার রাত ৯টার দিকে লালমোহন শাহ স্ট্রিটে নিজ বাসার পাঁচ তলার রুমে তার মা লাকি বেগম রুটি বানাচ্ছিলেন। এ সময় মাহাদী হাসান হাঁটতে হাঁটতে বাড়ির এসির পানি রাখা বালতিতে পড়ে যায়। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে রাত ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ ফারুক জানান, লাশটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

ডিএস /সীমা

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:১৬ ভোর
যোহর ১২:০২ দুপুর
আছর ০৪:৪৬ বিকেল
মাগরিব ০৬.৩১ সন্ধ্যা
এশা ০৭:৪৭ রাত

বুধবার ২০ আগস্ট ২০২৫