বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫, ৯ আশ্বিন ১৪৩২
ছবি সংগৃহীত
রাজধানীর প্রগতি সরণির বাড্ডা লিংক রোডে কংক্রিট মিক্সার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সাইদুর রহমান (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি ওই গাড়ির চালক।
বুধবার (২০ আগস্ট) ভোর সোয়া ৪টার দিকে এ ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে বেলা ১১টার দিকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত সাইদুর চুয়াডাঙ্গার জীবননগর আশতলা পাড়া গ্রামের আনিসুল হকের ছেলে। তিনি আকিজ কোম্পানির মিক্সার মেশিন গাড়ির চালক বলে জানিয়েছেন স্বজনরা।
নিহতের সহকর্মী ইমরুল কায়েস জানান, ভোরের দিকে কংক্রিট মিক্সার গাড়ি চালিয়ে সাইদুর রহমান বাড্ডার প্রগতি সরণির বাইতুল আমান জামে মসজিদের সামনের রাস্তা দিয়ে যাচ্ছিলেন। এসময় সেটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের রেমন্ড টেইলার্সের বিক্রয়কেন্দ্রের উপরে উঠে যায়।
পরে পথচারীরা কংক্রিট মিক্সার মেশিন গাড়ি থেকে চালক সাইদুরকে অচেতন অবস্থায় উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, ওই ব্যক্তির মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।
ডিএস /সীমা
আপনার মতামত দিন:
(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)