শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২
ছবি সংগৃহীত
রাজধানীর পশ্চিম রাজাবাজার এলাকায় নির্মাণাধীন একটি ভবনের দেয়াল ধসে বাড়ির দারোয়ান নিহত হয়েছেন। তার নাম আবুল হোসেন।
এ ঘটনায় আরও দুই পথচারী আহত হয়েছেন। তারা হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
শনিবার (২৩ আগস্ট) দুপুর আড়াইটায় ৫১/এ/১২ নম্বর পশ্চিম রাজাবাজার (স্কয়ার হাসপাতালের পাশে) এলাকার একটি ভবনে এ ঘটনা ঘটে।
আহত পথচারীরা হলেন- মিজান ও হাফিজুল। তারা ওই সড়কের ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন।
স্থানীয়রা জানায়, শনিবার দুপুরে ভবনে শ্রমিকরা কাজ করছিল। এ সময় হঠাৎ করে বাড়ির দেয়াল ধসে পড়ে। এতে বাড়ির দারোয়ান দেয়ালের নিচে চাপা পড়ে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনা নিশ্চিত করে শেরে-বাংলা নগর থানার উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসান জানান, দারোয়ানের মরদেহ উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ডিএস /সীমা
আপনার মতামত দিন:
(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)