মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ৮ আশ্বিন ১৪৩২


ফের জুলাই শহিদ ও আহতদের স্বজনদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:২৪ আগষ্ট ২০২৫, ১২:৫৫

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

গণ-অভ্যুত্থানে শহিদদের হত্যা মামলার আসামিদের জামিনের প্রতিবাদ এবং আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল ইসলাম ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী উপদেষ্টা খোদাবক্স চৌধুরীর পদত্যাগ দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন শহিদ ও আহত পরিবারের সদস্যরা।

রবিবার (২৪ আগস্ট) দুপুর সাড়ে ১১টার দিকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ সমাবেশ শুরু করেন তারা। কর্মসূচিতে শহিদ ও আহতদের ছবি সম্বলিত বিভিন্ন ব্যানার-ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে অংশগ্রহণ করেন স্বজনরা। তবে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।

রাজধানীর যাত্রাবাড়ীতে পুলিশের গুলিতে শহিদ ইমাম হাসান তায়িমের বড় ভাই রবিউল হাসানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন ঢাকাসহ বিভিন্ন জেলা থেকে আসা শহিদ ও আহতদের স্বজনরা।

তারা অভিযোগ করে বলেন, চিহ্নিত হত্যাকারীদের জামিন হলেও আইন উপদেষ্টা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। প্রতিবাদ করতে গেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী উপদেষ্টার নির্দেশে পুলিশ আমাদের ওপর হামলা করা হয়েছে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখবেন বলে জানান তারা।

ডিএস /সীমা

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:৩১ ভোর
যোহর ১১:৫২ দুপুর
আছর ০৪:১৫ বিকেল
মাগরিব ০৫.৫৯ সন্ধ্যা
এশা ০৭:১২ রাত

মঙ্গলবার ২৩ সেপ্টেম্বর ২০২৫