মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ৮ আশ্বিন ১৪৩২


মুগদায় মায়ের সঙ্গে অভিমান করে বিষপানে স্কুলছাত্রীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:২৫ আগষ্ট ২০২৫, ১২:১৫

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

রাজধানীর মুগদায় মায়ের সঙ্গে অভিমানে বিষপানে সামিয়া আক্তার (১৫) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।

রোববার (২৪ আগস্ট) দিবাগত রাত পৌনে ১২টার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত উত্তর মান্ডার এলাকার আজিজুল হকের মেয়ে এবং মুগদা মাল্টিমিডিয়া স্কুলের দশম শ্রেণির ছাত্রী।

সামিয়ার ভাই সাহিম জানান, আমার বোন একটু রাগী স্বভাবের ছিল। গতরাতে তুচ্ছ একটি বিষয় নিয়ে মা বকুনি দেন। এতে অভিমান করে সামিয়া ইঁদুর মারার বিষপান করে অসুস্থ হয়ে পড়ে। পরে দ্রুত ঢামেকে নিয়ে গেলে চিকিৎসক জানান আমার বোন বেঁচে আর নেই।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মিয়া বলেন, নিহত শিক্ষার্থীর মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি মুগদা থানা পুলিশকে অবহিত করা হয়েছে।

ডিএস /সীমা

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:৩১ ভোর
যোহর ১১:৫২ দুপুর
আছর ০৪:১৫ বিকেল
মাগরিব ০৫.৫৯ সন্ধ্যা
এশা ০৭:১২ রাত

মঙ্গলবার ২৩ সেপ্টেম্বর ২০২৫