বৃহঃস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫, ১৩ ভাদ্র ১৪৩২


ডিআরইউ থেকে লতিফ সিদ্দিকীসহ আ.লীগের কয়েকজন নেতাকর্মী আটক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:২৮ আগষ্ট ২০২৫, ১২:৫৩

ছবি ‍সংগৃহিত

ছবি ‍সংগৃহিত

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) মুক্তিযোদ্ধাদের নামে সংগঠন গঠন করে গোলটেবিল আয়োজন করে আওয়ামী লীগের বেশকিছু নেতাকর্মী। এ সময় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীসহ কয়েকজনকে পুলিশ আটক করেছে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত অনুষ্ঠানে হট্টগোল দেখা দিলে সেখান থেকে তাদের আটক করা হয়।

ডিএমপি’র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) হাফিজ আল আসাদ বিষয়টি নিশ্চিত করেছেন। আটক ব্যক্তিদের শাহবাগ থানায় নেওয়া হবে বলে জানান তিনি।

শাহবাগ থানার এসআই রাশেদ জানিয়েছেন, এখন তো তাদের নিয়ে যাওয়া ছাড়া বিকল্প নেই। পরে সিনিয়ররা সিদ্ধান্ত নেবেন।

গোলাম মোস্তফা নামে একজন বলেন, আমি একজন অংশগ্রহণকারী। দল‑মতের সব মুক্তিযোদ্ধাকে ডাকা হয়েছিল। সভা শুরু হয়েছিল। লতিফ সিদ্দিকী এসেছিলেন, কিন্তু ড. কামাল হোসেন আসেননি। এ সময় ২০–২৫ জন এসে হট্টগোল শুরু করেছিল। লোকজন আমাদের ঘিরে ফেলছিল। তবে কারও গায়ে হাত যায়নি।

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:২০ ভোর
যোহর ১২:১২ দুপুর
আছর ০৪:৩২ বিকেল
মাগরিব ০৬.২৪ সন্ধ্যা
এশা ০৭:৩৯ রাত

বৃহঃস্পতিবার ২৮ আগস্ট ২০২৫