শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫, ৫ আশ্বিন ১৪৩২


ধামরাইয়ে অটোরিকশা উল্টে প্রাণ গেল তরুণীর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:২০ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৮

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ঢাকার ধামরাইয়ে সড়কে অটোরিকশা উল্টে নিহত হয়েছে এক তরুণী। শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে ধানতারা-পাড়াগ্রাম সড়কে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে বলে নিশ্চিত করেছেন প্রত্যক্ষদর্শীরা।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ধানতারা বাজার এলাকা থেকে পাড়া গ্রামের উদ্দেশ্যে ছেড়ে আসা এ অটোরিকশাটি সকাল ১১ টার দিকে পাড়াগ্রামের কাছে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটি সড়কের পাশে খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন ওই অজ্ঞাত তরুণী।

এখন পর্যন্ত ওই অজ্ঞাত তরুণীর কোন পরিচয় পাওয়া যায়নি। বিষয়টি কাউলিপাড়া বাজার পুলিশ কেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ নুর আলম সিদ্দিকীকে অবহিত করা হয়েছে বলে স্থানীয় সূত্র নিশ্চিত করেন।

এ ব্যাপারে কাওয়ালী পাড়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ নুর আলম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে খোঁজখবর নেয়া হবে । ওই তরুণীর পরিচয় পাওয়া গেলে পরিবারের সঙ্গে কথা বলে এ ব্যাপারে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:৩২ ভোর
যোহর ১১:৫৩ দুপুর
আছর ০৪:১৬ বিকেল
মাগরিব ০৬.০১ সন্ধ্যা
এশা ০৭:১৩ রাত

শনিবার ২০ সেপ্টেম্বর ২০২৫