রবিবার, ৩ আগস্ট ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২


যাত্রাবাড়ীতে কাভার্ডভ্যানের ধাক্কায় রিকশাচালক ও যাত্রী নিহত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:২৭ অক্টোবর ২০২৪, ১৬:৪৩

ফাইল ছবি

ফাইল ছবি

রাজধানীর যাত্রাবাড়ী মাতুয়াইল হাসপাতালের সামনে কাভার্ডভ্যানের ধাক্কায় রিকশাচালক ও রিকশার যাত্রী নিহত হয়েছেন। নিহতরা হলেন– অজ্ঞাত পরিচয়ের রিকশাচালক (৪৫) ও যাত্রী দিদার এলাহী (৩৪)।

নিহত দিদার এলাহী গাইবান্ধার সদুল্লাপুরের কায়িকা এলাকার ওয়াদুদ প্রমাণিকের ছেলে। তিনি মাতুয়াইল এলাকায় ভাড়া থাকতেন। দিদার একটি বেসরকারি ব্যাংকে চাকরি করতেন বলে জানিয়েছে পুলিশ।

রোববার (২৭ অক্টোবর) সকালে এ ঘটনাটি ঘটে। পরে দুপুরে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেন যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মুজাহিদুল ইসলাম। তিনি বলেন, সকালে একটি কাভার্ডভ্যান রিকশাকে ধাক্কা দিলে এর চালক ও যাত্রী দুজনেই ঘটনাস্থলে নিহত হন। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।

তিনি জানান, আশপাশের সিসিটিভি ফুটেজ দেখে ঘাতক কাভার্ডভ্যানটি শনাক্তের চেষ্টা চলছে। নিহতদের মধ্যে যাত্রীর পরিচয় শনাক্ত হলেও চালকের পরিচয় এখনও শনাক্ত হয়নি। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান এসআই মুজাহিদুল ইসলাম।

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:০৮ ভোর
যোহর ১২:০৫ দুপুর
আছর ০৪:৪২ বিকেল
মাগরিব ০৬.৪৪ সন্ধ্যা
এশা ০৮:৩ রাত

রবিবার ৩ আগস্ট ২০২৫