মঙ্গলবার, ৫ আগস্ট ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২


পদ্মা নদীতে ধরা পড়েছে ২৮ কেজির বিশাল কাতলা মাছ

জেলা সংবাদদাতা, রাজবাড়ী

প্রকাশিত:৩ মে ২০২৫, ০০:৪৪

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

রাজবাড়ী জেলার দৌলতদিয়া পদ্মা নদীতে ধরা পড়েছে ২৮ কেজি ওজনের একটি বিশাল কাতলা মাছ।

শনিবার (৩ মে) সকাল ১০টার দিকে পদ্মা ও যমুনা নদীর মোহনায় জেলে জামাল প্রামাণিকের জালে মাছটি ধরা পড়ে।

বেলা ১১টার দিকে দৌলতদিয়া ঘাটে মাছটি নিয়ে এলে বিশাল আকারের কাতলা মাছ দেখতে ভিড় জমান উৎসুক জনতা। পরে মমিন মণ্ডলের আড়তে এক প্রকাশ্য নিলামে, প্রতি কেজি ১ হাজার ৮০০ টাকা দরে মাছটি মোট ৫০ হাজার ৪০০ টাকায় কিনে নেন স্থানীয় মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা।

চান্দু মোল্লা জানান, ‘মাছটি বিক্রির উদ্দেশ্যে দড়ি দিয়ে বেঁধে পদ্মা নদীতেই রেখেছি। আমি এটি প্রতি কেজি ১ হাজার ৯০০ টাকা দরে বিক্রি করবো।’

রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা মো. নাজমুল হুদা বলেন, ‘নদীতে পানি কম থাকায় মাঝেমধ্যেই জেলেদের জালে বড় বড় রুই, কাতলা, বোয়াল, পাঙ্গাসসহ বিভিন্ন প্রজাতির মাছ ধরা পড়ছে। এসব মাছ বিক্রি করে জেলেরা ভালো লাভ করছেন।’

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:০৯ ভোর
যোহর ১২:০৫ দুপুর
আছর ০৪:৪২ বিকেল
মাগরিব ০৬.৪২ সন্ধ্যা
এশা ০৮:১ রাত

মঙ্গলবার ৫ আগস্ট ২০২৫