বৃহঃস্পতিবার, ৮ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২


সেন্টমার্টিন উপকূলে ৭৪২ বস্তা ইউরিয়া সারসহ আটক ১১

জেলা সংবাদদাতা, কক্সবাজার

প্রকাশিত:৮ মে ২০২৫, ১৫:৫৯

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

মায়ানমারের রাখাইন রাজ্যে পাচারকালে সেন্টমার্টিন উপকূল থেকে ৭৪২ বস্তা ইউরিয়া সারসহ ১১ জন পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

বৃহস্পতিবার (৮ মে) সকালে এ তথ্য জানান কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ।

তিনি জানান, গত ৭ মে রাত ৪টার দিকে কোস্ট গার্ড জাহাজ বিসিজিএস মনসুর আলী সেন্টমার্টিনের ছেড়াদ্বীপ থেকে ৪ নটিক্যাল মাইল দক্ষিণে একটি ইঞ্জিনচালিত কাঠের বোট দেখতে পায়। বঙ্গোপসাগরে চলমান ৫৮ দিনের মৎস্য আহরণ নিষেধাজ্ঞা কার্যকর থাকায় উক্ত এলাকায় কোনো মাছ ধরার বোটের উপস্থিতি আইনত নিষিদ্ধ।

জাহাজ থেকে থামার সংকেত দিলে বোটটি পালানোর চেষ্টা করে। এক ঘণ্টার ধাওয়ার পর বোটটিকে আটক করে কোস্ট গার্ড সদস্যরা। তল্লাশির সময় ৭৪২ বস্তা ইউরিয়া সার উদ্ধার করা হয়, যা শুল্ক ফাঁকি দিয়ে মায়ানমারে পাচার করা হচ্ছিল। আটক ১১ পাচারকারীর মধ্যে কয়েকজন উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প এবং বাকিরা চট্টগ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

পরে জব্দকৃত সার টেকনাফ কাস্টমস অফিসে এবং পাচারকারীরা ও বোটটি টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।

লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ আরও জানান, দেশের উপকূলীয় নিরাপত্তা ও চোরাচালান রোধে বাংলাদেশ কোস্ট গার্ড সার্বক্ষণিক টহলে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে বলে জানান তিনি।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৩:৫৭ ভোর
যোহর ১১:৫৫ দুপুর
আছর ০৪:৩২ বিকেল
মাগরিব ০৬:৩৪ সন্ধ্যা
এশা ০৭:৫২ রাত

বৃহঃস্পতিবার ৮ মে ২০২৫