সোমবার, ১৯ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২


যশোরে বোমা বিস্ফোরণে আহত তিন শিশুর মধ্যে খাদিজার মৃত্যু

জেলা সংবাদদাতা, যশোর

প্রকাশিত:১৯ মে ২০২৫, ১৪:২৬

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

সোমবার (১৯ মে) বেলা সাড়ে ১১টার দিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এ বিষয়টি নিশ্চিত করেছেন নিহত শিশু খাদিজার মা সুমি বেগম।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল সাড়ে ৮টার দিকে শিশুরা ছোটনের মোড়ের পাশে একটি মাঠে খেলা করছিল। খেলার সময় খাদিজা বলের মতো একটি বস্তু (ককটেল) কুড়িয়ে পায়। বাসায় এনে অন্য দুই ভাই-বোনের সঙ্গে খেলার সময় সেটি বিস্ফোরিত হয়। সেখানে তিন সহোদর সবুজ আহম্মেদ (৭), খাদিজাতুল কুবরা (৫) ও আয়েশা সুলতানা (৩) -কে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্বজনরা।

বিস্ফোরণে খাদিজা ও সজিব গুরুতর আহত হয় এবং আয়েশা কম আঘাত পায়। পরে দ্রুত তাদের উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

যশোর জেনারেল হাসপাতালের সার্জারি বিভাগের ডাক্তার ইমন হোসেন জানিয়েছেন, আহত তিনজনের মধ্যে আয়েশা ও সবুজের শারীরিক অবস্থা খারাপ। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়েছে।

প্রতিবেশী আক্তারুজ্জামান বলেন, আজ (সোমবার) বেলা ১১টার দিকে ঢাকায় নিয়ে যাওয়ার পথে নড়াইলে খাদিজার মৃত্যু হয়। স্বজনরা লাশ নিয়ে যশোরে ফিরছেন।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত জানিয়েছেন, মৃত্যুর খবর ফোনে পেয়েছি। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৩:৫১ ভোর
যোহর ১১:৫৫ দুপুর
আছর ০৪:৩৪ বিকেল
মাগরিব ০৬:৩৯ সন্ধ্যা
এশা ০৭:৫৯ রাত

সোমবার ১৯ মে ২০২৫