সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১৪ আশ্বিন ১৪৩২


বিয়ের ১৪ দিনের মাথায় বজ্রপাতে স্বামীর মৃত্যু

জেলা সংবাদদাতা, গাইবান্ধা

প্রকাশিত:২০ মে ২০২৫, ০২:৪৬

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

গাইবান্ধার সাদুল্লাপুরে বিয়ের মাত্র ১৪ দিনের মাথায় বজ্রপাতে প্রাণ হারালেন রুম্মান মিয়া লিমন (২২) নামের এক নববিবাহিত যুবক।

মঙ্গলবার (২০ মে) সকালের দিকে উপজেলার ইদিলপুর ইউনিয়নের তাজনগর এলাকার একটি কৃষি মাঠে এ হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে।

মৃত রুম্মান মিয়া লিমন তাজনগর পশ্চিমপাড়া গ্রামের হবিবর রহমানের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, সদ্য বিবাহিত লিমন ছিলেন স্থানীয় ওয়ার্ড জামায়াতে ইসলামীর পাঠাগার ও সাহিত্য বিষয়ক সম্পাদক।

পরিবার ও স্থানীয়রা জানান, মাত্র ১৪ দিন আগে ধুমধাম করে লিমনের বিয়ে হয়। জীবনের নতুন অধ্যায় শুরুর আনন্দে কাটছিল দিনগুলো। তবে মঙ্গলবার সকালে তিনি নববধূকে ঘরে রেখে বাবা-মায়ের সঙ্গে জমিতে বরবটি তুলতে যান।

সেই সময় আকাশে হঠাৎ মেঘ জমে বৃষ্টি শুরু হলে তারা পাশের একটি সেচ মেশিন ঘরে আশ্রয় নেন। কিন্তু সেখানেই বজ্রপাত হলে ঘটনাস্থলেই মৃত্যু হয় লিমনের।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ইদিলপুর ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ড সদস্য মোকলেছুর রহমান বলেন, নতুন বউ রেখে লিমনের এমন মৃত্যু শুধু পরিবার নয়, পুরো গ্রামবাসীর জন্যই গভীর বেদনার।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ৪:৩৩ ভোর
যোহর ১১:৫১ দুপুর
আছর ৪: ১২ বিকেল
মাগরিব ৫: ৫৫ সন্ধ্যা
এশা ০৭: ০৮ রাত

সোমবার ২৯ সেপ্টেম্বর ২০২৫