রবিবার, ২৫ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২


চিকিৎসক দেখাতে যাওয়ার পথে প্রাণ গেল শিশুর, আহত ৫

জেলা সংবাদদাতা, সাতক্ষীরা

প্রকাশিত:২৫ মে ২০২৫, ১৪:০০

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

সাতক্ষীরায় বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে মোস্তাকিম (১৮ মাস) নামের এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন শিশুটির মা, নানীসহ আরও ৫ জন

রোববার (২৫ মে) সকাল সাড়ে ১০টার দিকে সাতক্ষীরা-আশাশুনি সড়কের দহাকুলা মোড়ে এই দুর্ঘটনা ঘটে।

নিহত মোস্তাকিম খুলনার পাইকগাছা উপজেলার শ্রীকণ্ঠপুর গ্রামের বাসিন্দা। শিশুটি মায়ের কোলে বসে ইজিবাইকে সাতক্ষীরা শহরে চিকিৎসা করাতে যাচ্ছিল। পথে দহাকুলা মোড়ে একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস ইজিবাইকটিকে ধাক্কা দিলে সে ছিটকে পড়ে যায়। স্থানীয়রা উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আহতরা হলেন- ফতেমা খাতুন (২৫), শাপলা খাতুন (২০), নাজমা খাতুন (৪৫), হযরত আলী (৪৫) ও রাশেদ আলী। তাদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক বলেন, দুর্ঘটনায় জড়িত বাসটি আটক করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছেন। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৩:৪৮ ভোর
যোহর ১১:৫৬ দুপুর
আছর ০৪:৩৫ বিকেল
মাগরিব ০৬:৪২ সন্ধ্যা
এশা ০৮:০৩ রাত

রবিবার ২৫ মে ২০২৫