বৃহঃস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ২ আশ্বিন ১৪৩২


খুলনায় এক রাতে ২ যুবককে হত্যা

জেলা সংবাদদাতা, খুলনা

প্রকাশিত:২৬ মে ২০২৫, ০১:৩২

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

খুলনায় একই রাতে পৃথক দুটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার রাতে খুলনা মহানগরীর সোনাডাঙ্গায় ছুরিকাঘাতে এবং রূপসা উপজেলায় গুলি করে দুই যুবককে হত্যা করা হয়।

রোববার (২৫ মে) রাত ১২টার দিকে রূপসা উপজেলার মোছাব্বরপুর গ্রামে হাসিবুর রহমান রনি (৩৮) নামের এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। নিহত যুবক ওই গ্রামের বাসিন্দা মো. আনোয়ার হাওলাদারের ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, রাত সাড়ে ১১টার দিকে রনি বাড়িতে ছিল। হঠাৎ তার মোবাইলে একটি ফোন এলে সে বাড়ি থেকে বের হয়ে কিছু দূরে যাওয়া মাত্র কয়েকটি গুলির শব্দ শোনা যায়। স্থানীয়রা গুলির শব্দ শুনে বের হয়ে মাঠের ভেতরে তার লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

রূপসা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ মাহফুজুর রহমান বলেন, নিহত ওই যুবক খুলনার ‘বি’ কোম্পানি গ্রেনেড বাবুর একান্ত সহযোগী ছিল। দুর্বৃত্তরা তার মাথা লক্ষ্য করে একটি গুলি ছোড়ে এবং গুলিটি মাথা ভেদ করে বের হয়ে যায়। ঘটনাস্থলে তার মৃত্যু হয়। লাশের ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

অপরদিকে রোববার রাত সাড়ে ১২টার দিকে নগরীর সোনাডাঙ্গা ২২ তলা ভবনের পাশে একটি গলিতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে গোলাম (২৫) নামের এক যুবক নিহত হয়েছে। নিহত যুবক হরিণটানা ময়ুর আবাসিক এলাকার বাসিন্দা মো. আলী হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাত সাড়ে ১২টার দিকে পূর্ব শত্রুতার জেরে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা সোনাডাঙ্গার ২২ তলা ভবনের পাশের গলিতে গোলামের ওপর হামলা চালায়। দুর্বৃত্তের হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে গোলামের পেটের মাঝখানে আঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সোনাডাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. মিজানুর রহমান বলেন, হামলাকারীদের আটকে অভিযান চলছে।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:৩০ ভোর
যোহর ১১:৫৪ দুপুর
আছর ০৪:১৮ বিকেল
মাগরিব ০৬.০৪ সন্ধ্যা
এশা ০৭:১৭ রাত

বৃহঃস্পতিবার ১৮ সেপ্টেম্বর ২০২৫