শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২


ঢাকা-সিলেট মহাসড়ক

২৫ কিমি যানজট, মধ্যরাত থেকে আটকা যাত্রীরা

জেলা সংবাদদাতা, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশিত:১১ জুলাই ২০২৫, ১৬:৩৩

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ায় ঢাকা-সিলেট মহাসড়কে চলমান দুই উন্নয়ন প্রকল্প কাজে ধীরগতি ও দীর্ঘদিন সংস্কার না করায় সৃষ্ট খানাখন্দের কারণে মহাসড়কের ২৫ কিলোমিটারজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (১০ জুলাই) দিবাগত মধ্যরাত থেকে জেলার আশুগঞ্জ গোলচত্বর থেকে বিজয়নগর উপজেলার রামপুর পর্যন্ত এ যানজটের সৃষ্টি হয়। এর ফলে চরম ভোগান্তিতে পড়েছেন দূর-দূরান্তের যাত্রীরা। এ অবস্থায় যানজট নিরসনে কাজ করছে হাইওয়ে পুলিশ।

সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা গেছে, আশুগঞ্জ নৌবন্দর থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত প্রায় ৫১ কিলোমিটার সড়ক চারলেনে উন্নীতকরণ প্রকল্পটির কাজ শুরু হয় ২০২০ সালে।

এ প্রকল্পের ১৫ কিলোমিটার পড়েছে ঢাকা-সিলেট মহাসড়ক অংশে। তবে প্রকল্প কাজের কারণে দীর্ঘদিন ধরে মহাসড়কটিতে নিয়মিত সংস্কার কাজ করতে না পারায় বিভিন্ন অংশে ছোট-বড় অসংখ্য গর্ত তৈরি হয়েছে৷ এছাড়া একই মহাসড়কে চলমান ছয়লেন প্রকল্প কাজের জন্য মহাসড়কে যানবাহনের ধীরগতির কারণে ভোগান্তি আরও বাড়ছে।

এ অবস্থায় বৃহস্পতিবার মধ্যরাত থেকে আশুগঞ্জ গোলচত্বরে যানজটের সৃষ্টি হয়। এরপর তা ছড়িয়ে পড়ে বিজয়নগরের রামপুর পর্যন্ত। ফলে আশুগঞ্জ থেকে সরাইল-বিশ্বরোড মোড় পর্যন্ত ১৫ কিলোমিটার পথ পাড়ি দিতে সময় লাগছে ৫-৭ ঘণ্টা। এতে ভোগান্তির শেষ নেই মানুষের।

ঢাকা থেকে আসা হাসিবুর রহমান নামে এক ট্যুরগাইড জানান, ট্যুরিস্টদের একটি দল নিয়ে সিলেটে যাচ্ছেন তিনি। বৃহস্পতিবার রাত ৩ টার দিকে আশুগঞ্জ পৌঁছানোর পর যানজটের কবলে পড়েন তারা। বেলা ১১ টার দিকে সরাইল-বিশ্বরোড মোড়ে এসে পৌঁছান৷এতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

রাশেদ মিয়া নামে নরসিংদীগামী এক বাসযাত্রী জানান, সকাল ১০ টার দিকে বিশ্বরোড মোড় থেকে বাসে ওঠেন। কিন্তু দুপুর পৌণে ১২টা পর্যন্ত যানজটের কারণে বাসটি ১ কিলোমিটার পথও পাড়ি দিতে পারেননি।

খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি মামুন রহমান জানান, উলটো পথে যানবাহন চলাচলের কারণে যানজট নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে। এছাড়া মহাসড়কে যানবাহনের বাড়তি চাপও যানজটের অন্যতম কারণ। তবে এ পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে।

আশুগঞ্জ-আখাউড়া চারলেন প্রকল্পের ব্যাবস্থাপক শামীম আহমেদ জানান, নানা জটিলতার কারণে প্রকল্পের কাজ বিলম্বিত হচ্ছে। তবে যান চলাচল স্বাভাবিক রাখতে খানাখন্দগুলো জরুরি ভিত্তিতে সংস্কার করা হচ্ছে।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৩:৫২ ভোর
যোহর ১২:০৪ দুপুর
আছর ০৪:৪৪ বিকেল
মাগরিব ০৬.৫৩ সন্ধ্যা
এশা ০৮:১৬ রাত

শুক্রবার ১১ জুলাই ২০২৫