সোমবার, ১৪ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২


ময়মনসিংহে মা ও দুই সন্তানের গলাকাটা লাশ উদ্ধার

জেলা সংবাদদাতা, ময়মনসিংহ

প্রকাশিত:১৪ জুলাই ২০২৫, ১৪:৪১

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

ময়মনসিংহের ভালুকা উপজেলায় এক নারী ও তাঁর দুই সন্তানকে গলা কেটে হত্যা করা হয়েছে। আজ সোমবার সকালে পুলিশ তাঁদের মরদেহ উদ্ধার করে। নিহত ব্যক্তিরা হলেন ময়না বেগম (২৫), তাঁর সাত বছর বয়সী মেয়ে রাইসা আক্তার ও দুই বছর বয়সী ছেলে মো. নিরব।

পুলিশ জানায়, ভালুকা পৌরসভার টিএন্ডটি রোড এলাকার একটি বাসায় স্ত্রী ও সন্তানদের নিয়ে ভাড়া থাকতেন রফিকুল ইসলাম। তাঁর বাড়ি নেত্রকোনার কেন্দুয়া উপজেলার মাসকা ইউনিয়নের সেনের বাজার গ্রামে। তিনি ভালুকায় স্থানীয় একটি পোশাক কারখানার শ্রমিক। রোববার রাতের কাজ শেষে আজ সকালে বাসায় ফিরে রফিকুল দেখেন, বাসার দরজায় বাইরে থেকে তালা দেওয়া। তালা ভেঙে ভেতরে ঢুকে তিনি দেখতে পান সে স্ত্রী ও দুই সন্তানের গলাকাটা মরদেহ পড়ে আছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ওই বাসার পাশের কক্ষে রফিকুলের ছোট ভাই নজরুল ইসলাম থাকতেন। ঘটনার পর থেকে তিনি নিখোঁজ।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আবদুল্লাহ আল মামুন বলেন, মা ও দুই সন্তানকে গলা কেটে হত্যা করা হয়েছে। কারা, কী কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা শনাক্তে তদন্ত শুরু করছে পুলিশ।

ডিএস /সীমা

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৩:৫৫ ভোর
যোহর ১২:০৪ দুপুর
আছর ০৪:৪৪ বিকেল
মাগরিব ০৬.৫৩ সন্ধ্যা
এশা ০৮:১৪ রাত

সোমবার ১৪ জুলাই ২০২৫