শনিবার, ২ আগস্ট ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২
ছবি সংগৃহীত
রাজবাড়ীর গোয়ালন্দের পদ্মা নদী থেকে ধরা দুই কেজি ৪০০ গ্রামের একটি ইলিশ ১২ হাজার ৪৮০ টাকায় বিক্রি হয়েছে। শনিবার (২ আগস্ট) ভোরের দিকে দৌলতদিয়ার পদ্মা নদীর ৫ নম্বর ফেরিঘাট এলাকা থেকে মাছটি কিনে নেন ব্যবসায়ী সম্রাট শাহজাহান সেখ।
এর আগে, শুক্রবার রাতে পদ্মা নদীর চর কর্ণেশন কলাবাগান এলাকা থেকে জেলে জাহাঙ্গীর হালদারের জালে ধরা পড়ে রাজা ইলিশটি।
জানা গেছে, শুক্রবার রাতে সঙ্গীদের নিয়ে চর কর্ণেশন কলাবাগান এলাকার পদ্মা নদীর মোহনায় যান জাহাঙঙ্গীর। সেখানে মাছ ধরার জন্য জাল ফেলা হয়। শনিবার ভোরের দিকে জাল তুলে বড় ইলিশ মাছটি দেখতে পান তারা। পরে মাছটি বিক্রির জন্য দৌলতদিয়ার ৫ নম্বর ফেরিঘাট এলাকায় নিয়ে আসা হয়। সেখান থেকে মাছ ব্যবসায়ী সম্রাট মাছটি কিনে নেন।
মাছ ব্যবসায়ী সম্রাট বলেন, জেলে জাহাঙ্গীরের কাছ থেকে মাছটি আমি ১২ হাজার ৪৮০ টাকায় কিনি। কেজিতে কিছু লাভ রেখে ফোনের মাধ্যমে ঠাকুরগাঁও জেলায় ইলিশ মাছটি বিক্রি করে দিয়েছি।
আপনার মতামত দিন:
(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)