রবিবার, ৩ আগস্ট ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২


টেকনাফে ডাম্পট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে যুবক নিহত

জেলা সংবাদদাতা, কক্সবাজার

প্রকাশিত:৩ আগষ্ট ২০২৫, ১৬:৩৩

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

কক্সবাজারের টেকনাফে বালু বোঝাই একটি ডাম্পট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে এক পথচারী যুবক নিহত হয়েছেন। এসময় তিন ব্যক্তি গুরুতর আহত হন।

নিহত ব্যক্তি হলেন- উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প ১৭ এর বাসিন্দা কামাল হোসেনের ছেলে মো. এবাদুল্লাহ (৩০)।

রোববার (৩ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে টেকনাফর হোয়াইক্যং ইউপিস্থ তুলাতুলি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

হোয়াইক্যং হাইওয়ে পুলিশের ওসি মো. নুরুল আবছার বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, পালংখালী থেকে হ্নীলাগামী বালু বোঝাই ডাম্প ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের ফুটপাতে উল্টে যায়। এসময় ঘটনাস্থলে একজন নিহত এবং ৩ জন পথচারী আহত হয়েছেন। হাইওয়ে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার এবং গাড়ি জব্দ করেছেন।

হোয়াইক্যং হাইওয়ে থানার ওসি মো. নুরুল আবছার জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। গাড়িটি জব্দ করে থানায় নেওয়া হচ্ছে। আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:০৮ ভোর
যোহর ১২:০৫ দুপুর
আছর ০৪:৪২ বিকেল
মাগরিব ০৬.৪৪ সন্ধ্যা
এশা ০৮:৩ রাত

রবিবার ৩ আগস্ট ২০২৫