সোমবার, ৪ আগস্ট ২০২৫, ২০ শ্রাবণ ১৪৩২


রাজশাহীতে ডাব গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু

জেলা সংবাদদাতা, রাজশাহী

প্রকাশিত:৪ আগষ্ট ২০২৫, ১১:৫২

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

রাজশাহীর পুঠিয়া উপজেলায় ডাব গাছ থেকে পড়ে মো. কাজল (২৭) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।সোমবার (৪ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার ঝলমলিয়া পুরাতন ডাকবাংলো এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত কাজল উপজেলার ঝলমলিয়া এলাকার মো. কামালের ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, নিহত কাজল সব সময় নেশা করেন। নেশার টাকার জন্য মানুষের গাছ থেকে বিভিন্ন ফল চুরি করে বিক্রি করে তিনি। তারই ধারাবাহিকতায় রাতে বা ভোরের কোনো এক সময় ডাকবাংলোর ডাব গাছে উঠেন তিনি। এ সময় হঠাৎ ডাব গাছ থেকে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে তার শরীরে জখমের চিহ্ন রয়েছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ রামেক হাসপাতাল পাঠানো হবে।

এ বিষয়ে পুঠিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, ধারণা করা হচ্ছে ডাব গাছ থেকে পড়ে তার মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হবে। সেখানে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় থানায় ইউডি মামলা হবে।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:০৮ ভোর
যোহর ১২:০৫ দুপুর
আছর ০৪:৪২ বিকেল
মাগরিব ০৬.৪৩ সন্ধ্যা
এশা ০৮:২ রাত

সোমবার ৪ আগস্ট ২০২৫