বৃহঃস্পতিবার, ৭ আগস্ট ২০২৫, ২৩ শ্রাবণ ১৪৩২


মহেশখালীতে একশ ৫ কোটি টাকার নিষিদ্ধ জাল জব্দ

জেলা সংবাদদাতা, কক্সবাজার

প্রকাশিত:৭ আগষ্ট ২০২৫, ১১:০৬

ছবি ‍সংগৃহিত

ছবি ‍সংগৃহিত

কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীতে কোস্টগার্ড ও পুলিশের যৌথ অভিযানে প্রায় ১শত ৫ কোটি টাকা মূল্যের ১ কোটি ৫০ লাখ মিটার বিদেশি অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান , গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার (৬ আগস্ট) দুপুর ১২টায় কোস্ট গার্ড স্টেশন মহেশখালী ও পুলিশের যৌথ সমন্বয়ে মহেশখালী উপজেলার কুতুবজুম তাজিয়াকাটা সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন ওই এলাকার এক বাড়ি তল্লাশি করে প্রায় ১ শত ৫ কোটি টাকা মূল্যের ১ কোটি ৫০ লাখ মিটার বিদেশি অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। এসময় যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে অবৈধ কারেন্ট জাল ব্যবসায়ীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

তিনি বলেন, পরবর্তীতে জব্দ করা কারেন্ট জাল মহেশখালী উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জনসম্মুখে বিনষ্ট করা হয়। অপরাধীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।

স্থানীয়রা জানান, এসব নিষিদ্ধ জাল সাগরে মাছের জাত ও বংশ নিমিষেই শেষ করে দিতে পারে। এসব কারেন্ট জালের কারণে মাছশূন্য হচ্ছে বঙ্গোপসাগর। এসব জাল ব্যবহারকারীদের বিরুদ্ধে কঠোর আইনি হস্তক্ষেপ জরুরি।

লে. কমান্ডার সিয়াম-উল-হক আরও জানান, মৎস্য সম্পদ রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এধরনের অভিযান অব্যাহত রাখবে।

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:১০ ভোর
যোহর ১২:০৫ দুপুর
আছর ০৪:৪১ বিকেল
মাগরিব ০৬.৪১ সন্ধ্যা
এশা ০৮:০০ রাত

বৃহঃস্পতিবার ৭ আগস্ট ২০২৫