শুক্রবার, ৮ আগস্ট ২০২৫, ২৩ শ্রাবণ ১৪৩২


ভারতে পাচারকালে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণসহ চোরাকারবারি আটক

জেলা সংবাদদাতা, চুয়াডাঙ্গা

প্রকাশিত:৭ আগষ্ট ২০২৫, ২০:৫৩

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে অভিযান চালিয়ে ভারতে পাচারকালে ২১টি স্বর্ণের বার জব্দ করেছে বিজিবি। এ সময় আবদিন মিয়া নামে এক চোরাকারবারিকে আটক করা হলেও তার সহযোগী পালিয়ে যান।

বৃহস্পতিবার (৭ আগস্ট) রাতে চুয়াডাঙ্গা ৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভারত সীমান্ত হয়ে স্বর্ণ চোরাচালানের একটি গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের অধীনস্থ দর্শনা বিওপির আওতাধীন ইশ্বরচন্দ্রপুর এলাকায় অভিযান পরিচালনা করে বিজিবির একটি বিশেষ আভিযানিক দল। অভিযানের সময় সীমান্ত পিলার ৭৫/৩-এস হতে প্রায় ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ইশ্বরচন্দ্রপুর গ্রামে অবস্থানকালে মোটরসাইকেলযোগে দুই ব্যক্তিকে সীমান্তের দিকে যেতে দেখে তাদের থামার সংকেত দেন বিজিবি সদস্যরা। এ সময় এক ব্যক্তি মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। অপরজন পাশের পুকুরে ঝাঁপ দেন। পরবর্তীতে বিজিবির টহল দল পানিতে নেমে তাকে আটক করে। আটকের সময় তার দেহ তল্লাশি করে স্কচটেপ মোড়ানো একটি প্যাকেট এবং পুকুরে ফেলে দেওয়া আরও একটি প্যাকেট উদ্ধার করে বিজিবি। উভয় প্যাকেট খুলে মোট ২১টি স্বর্ণের বার পাওয়া যায়। এছাড়াও তার ব্যবহৃত দুটি মোবাইল ফোন এবং নগদ ২০২ টাকা জব্দ করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, স্বর্ণের বারগুলোর ওজন ২,৪৪৯ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ৬০ লাখ ৪০ হাজার ৮৯০ টাকা। এ ঘটনায় নায়েক মো. জাহাঙ্গীর আলম বাদী হয়ে দর্শনা থানায় মামলা করেন। আটককৃত আসামিকে দর্শনা থানায় হস্তান্তর ও জব্দকৃত স্বর্ণ চুয়াডাঙ্গা ট্রেজারিতে জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:১০ ভোর
যোহর ১২:০৫ দুপুর
আছর ০৪:৪১ বিকেল
মাগরিব ০৬.৪১ সন্ধ্যা
এশা ০৮:০০ রাত

শুক্রবার ৮ আগস্ট ২০২৫