বুধবার, ১৩ আগস্ট ২০২৫, ২৯ শ্রাবণ ১৪৩২


বিজিবি টহল দলের ওপর হামলার মামলায় গ্রেফতার ৩

জেলা সংবাদদাতা, সুনামগঞ্জ

প্রকাশিত:১৩ আগষ্ট ২০২৫, ১১:৪৯

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

বিজিবি টহল দলের উপর হামলা ও স্পিডবোট ভাঙচুরের মামলায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (১৩ আগষ্ট) ভোর রাতে বিজিবি-পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন, সুনামগঞ্জের তাহিরপুরের সীমান্ত গ্রাম লাউরগড়ের মো, আলী, কাজী মিয়া ও সীমান্তবর্তী গ্রাম সাহিদাবাদের আজিরুল ইসলাম।

আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, গ্রেফতারকৃত সবাই মাদক কারবারি।

গত ৬ আগষ্ট জাদুকাটা নদীর তীরে বিজিবির টহল দলের উপর হামলা চালায় সংঘবদ্ধ মাদক চোরাকারবারিরা। ভাঙচুর করা হয় বিজিবির একটি স্পিডবোট। হামলায় টহলে থাকা বিজিবির লাউড়গড় ক্যাম্প কমান্ডারসহ (সুবেদার) দুই সদস্য আহত হন। এ ঘটনায় একই দিন রাতে বিজিবির পক্ষ থেকে একটি মামলা করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা তাহিরপুর থানার বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই হাফিজুল ইসলাম বলেন, বুধবার ভোররাতে রাতে যৌথ অভিযান চালিয়ে আত্মগোপনে থাকা তিন আসামিকে গ্রেফতার করা হয়েছে। একই মামলায় অপর এক পলাতক আসামিকে গ্রেফতারে চেষ্টা চলমান।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:১৩ ভোর
যোহর ১২:০৪ দুপুর
আছর ০৪:৩৯ বিকেল
মাগরিব ০৬.৩৭ সন্ধ্যা
এশা ০৭:৫৪ রাত

বুধবার ১৩ আগস্ট ২০২৫