রবিবার, ১৭ আগস্ট ২০২৫, ১ ভাদ্র ১৪৩২
ছবি সংগৃহীত
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় অবসরপ্রাপ্ত সাব-রেজিস্ট্রার সহিবুর রহমান স্বপনকে (৬৫) শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা। খুনের সঙ্গে জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ। জমিজমা নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।
শনিবার (১৬ আগস্ট) ভোরে নাগেশ্বরীর হলিকেয়ার ক্লিনিকের পেছনে লেকসিটির কচুরিপানার নিচ থেকে লাশ উদ্ধার করেছে তার পরিবার।
পরিবারের লোকজন জানান, রাত ১০টার পর থেকে স্বপনকে খুঁজে পাওয়া যায়নি।
হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য তার সৎভাই আবু তালহাকে আটক করেছে পুলিশ।
নাগেশ্বরী থানার ওসি রেজাউল করিম রেজা জানান, হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
আপনার মতামত দিন:
(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)