রবিবার, ১৭ আগস্ট ২০২৫, ২ ভাদ্র ১৪৩২


গোবিন্দগঞ্জে জামায়াত নেতাকে গলা কেটে হত্যা

জেলা সংবাদদাতা, গাইবান্ধা

প্রকাশিত:১৭ আগষ্ট ২০২৫, ১৩:০৩

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

গাইবান্ধার গোবিন্দগঞ্জে নজরুল ইসলাম নজির (৪০) নামে জামায়াতে ইসলামীর অঙ্গসংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের এক নেতার গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৭ আগস্ট) সকালে উপজেলার নাকাই ইউনিয়নের শীতলগ্রাম এলাকায় তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে তার মরদেহ উদ্ধার করে।

নিহত নজরুল ইসলাম ওই গ্রামেরই বাসিন্দা। তিনি শ্রমিক কল্যাণ ফেডারেশনের শীতলগ্রাম ওয়ার্ড সভাপতি ছিলেন। পাশাপাশি স্থানীয়ভাবে নগদ-বিকাশের মোবাইল ব্যাংকিং ও পান ব্যবসা করতেন।

স্থানীয় বাসিন্দারা জানান, প্রতিদিনের মতো শনিবার রাতেও ব্যবসা শেষে বাড়ি ফিরছিলেন নজরুল। কিন্তু বাড়ির কাছাকাছি পৌঁছালে দুর্বৃত্তরা তার গলা কেটে মাটির রাস্তায় ফেলে যায়। সকালে এলাকাবাসী মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল আহমেদ বলেন, নিহত নজরুল ইসলাম স্থানীয়ভাবে বিকাশ ব্যবসায়ী ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, টাকা লুটের উদ্দেশে দুর্বৃত্তরা তাকে হত্যা করেছে।

তিনি আরও বলেন, হত্যার পেছনে অন্য কোনো কারণ আছে কি-না তাও খতিয়ে দেখা হচ্ছে। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:১৫ ভোর
যোহর ১২:০৩ দুপুর
আছর ০৪:৩৮ বিকেল
মাগরিব ০৬.৩৪ সন্ধ্যা
এশা ০৭:৫০ রাত

রবিবার ১৭ আগস্ট ২০২৫