বৃহঃস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ৩ আশ্বিন ১৪৩২


১২ ঘণ্টা পর রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

জেলা সংবাদদাতা, রাজশাহী

প্রকাশিত:১৮ আগষ্ট ২০২৫, ১০:৫৬

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের আমনুরা জংশনে তেলবাহী ট্রেনের পাঁচটি ওয়াগন লাইনচ্যুতির ঘটনায় উদ্ধারকাজ শেষে ১২ ঘণ্টা পর রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের মধ্যে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

সোমবার (১৮ আগস্ট) সকাল পৌনে ১০টার দিকে আমনুরা রেলস্টেশনের স্টেশন মাস্টার হাসিবুল হাসান এসব তথ্য নিশ্চিত করেন।

রেলওয়ে সূত্র থেকে জানা যায়, রোববার সন্ধ্যা ৬টার দিকে আমনুরা স্টেশন এলাকায় তেলবাহী ট্রেনের পাঁচটি ওয়াগন লাইনচ্যুত হয়। এর প্রায় ৫ ঘণ্টা পর রাত ১১টার দিকে ট্রেনের উদ্ধার কাজ শুরু হয়। সোমবার ভোর সোয়া ৫টার দিকে উদ্ধারকাজ শেষ হয় এবং সাড়ে ৫টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

আমনুরা রেলস্টেশনের স্টেশন মাস্টার হাসিবুল হাসান বলেন, খুলনা থেকে আমনুরা জংশনগামী ট্রেনটি জংশনে প্রবেশ করার পরপরই পাঁচটি ওয়াগন লাইনচ্যুত হয়। এ সময় লাইন থেকে ছিটকে পড়ে তেলবাহী ওয়াগনগুলো। এতে আটকা পড়ে রহনপুর থেকে ছেড়ে আসা ইশ্বরদীগামী ইশ্বরদী কমিউটর ট্রেন ও রহনপুর থেকে রাজশাহীগামী পূর্নভবা কমিউটর ট্রেন দুটির যাত্রীরা। পরে ঈশ্বরদী থেকে আসা উদ্ধারকারী দল ঘটনাস্থলে এসে উদ্ধারকাজ শেষ করে।

প্রসঙ্গত, রোববার খুলনা থেকে ছেড়ে আসা ট্রেনটি আমনুরা জংশনের পাশে অবস্থিত ১০০ কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদনকেন্দ্রে তেল নিয়ে যাচ্ছিল। কিন্তু গন্তব্যের আনুমানিক ১০০ মিটার আগেই লাইনচ্যুত হয় এবং এই দুর্ঘটনায় কোনো প্রাণহানি ঘটেনি।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:২৯ ভোর
যোহর ১১:৫৩ দুপুর
আছর ০৪:১৭ বিকেল
মাগরিব ০৬.০৩ সন্ধ্যা
এশা ০৭:১৬ রাত

বৃহঃস্পতিবার ১৮ সেপ্টেম্বর ২০২৫