বৃহঃস্পতিবার, ২১ আগস্ট ২০২৫, ৬ ভাদ্র ১৪৩২


গাজীপুরে শ্রমিক বিক্ষোভে মহাসড়কে ধাওয়া–পাল্টা ধাওয়া

জেলা সংবাদদাতা, গাজীপুর

প্রকাশিত:২১ আগষ্ট ২০২৫, ১৬:৪৩

গাজীপুরে শ্রমিক বিক্ষোভে মহাসড়কে ধাওয়া–পাল্টা ধাওয়া।

গাজীপুরে শ্রমিক বিক্ষোভে মহাসড়কে ধাওয়া–পাল্টা ধাওয়া।

গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকায় বকেয়া বেতনের দাবিতে একটি পোশাক কারখানার শ্রমিকরা বৃহস্পতিবার (২১ আগস্ট) বিক্ষোভ করেন। এ সময় কিছুক্ষণ মহাসড়ক অবরোধ করে রাখেন তারা। একপর্যায়ে পাশের আরেকটি কারখানার শ্রমিকদের সঙ্গে সংঘর্ষ ও ধাওয়া–পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সকাল সাড়ে ১১টার দিকে রোয়া ফ্যাশনস লিমিটেড কারখানার শতাধিক শ্রমিক ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। শ্রমিকদের অভিযোগ, গত দুই মাস ধরে তাদের বেতন বকেয়া রয়েছে। ১২ আগস্টের মধ্যে বেতন দেওয়ার কথা থাকলেও কর্তৃপক্ষ এখনো তা পরিশোধ করেনি। এতে শ্রমিকদের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়।

বিক্ষোভের একপর্যায়ে আন্দোলনরত শ্রমিকরা পাশের ইউরো জিন্স কারখানায় গিয়ে সেখানকার শ্রমিকদের কাজ বন্ধ করে তাদের সঙ্গে যোগ দেওয়ার আহ্বান জানান। কিন্তু ইউরো জিন্সের শ্রমিকরা এতে রাজি না হলে দুই কারখানার শ্রমিকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। শুরু হয় ধাওয়া–পাল্টা ধাওয়া ও সংঘর্ষ।

ঘটনার খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রায় আধা ঘণ্টা মহাসড়ক অবরুদ্ধ থাকায় সড়কে যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।

বাসন থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী জানান, শ্রমিকদের বেতন পরিশোধ না হওয়ায় তারা বিক্ষোভ করেন। পরে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।

গাজীপুর শিল্পাঞ্চল–২ এর পুলিশ সুপার আল মামুন শিকদার বলেন, রোয়া ফ্যাশনসের শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে প্রতিবাদ জানাতে গিয়ে পাশের কারখানার শ্রমিকদেরও যুক্ত করতে চান। তাতে রাজি না হওয়ায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ডিএস /সীমা

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:১৭ ভোর
যোহর ১২:০২ দুপুর
আছর ০৪:৩৬ বিকেল
মাগরিব ০৬.৩০ সন্ধ্যা
এশা ০৭:৪৬ রাত

বৃহঃস্পতিবার ২১ আগস্ট ২০২৫