শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২
ছবি সংগৃহীত
মেহেদী হাসান শাওন নামে এক ভুয়া গোয়েন্দা সংস্থার সদস্যকে আটক করে পুলিশে দিয়েছে বরিশাল কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ। এসময় তার কাছ থেকে একটি ওয়াকি-টকি, মোটরসাইকেল ও ২টি মোবাইলসহ বেশ কিছু কাগজপত্র জব্দ করা হয়।
শনিবার (২৩ আগস্ট) সকালে তিনি বরিশাল কেন্দ্রীয় কারাগারে বন্দি এক হাজতির সঙ্গে দেখা করতে গিয়ে আটক হন।
বরিশাল কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মুহাম্মদ মঞ্জুর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
আটক মেহেদী হাসান শাওন বরিশাল সদর উপজেলার ডেফুলিয়া গ্রামে ফিরোজ আলমের ছেলে।
সিনিয়র জেল সুপার মঞ্জুর বলেন, শুক্রবার বিকেল ৩টায় মেহেদী জেলে বন্দি থাকা শিক্ষার্থী হুসাইন আল সোহানের সঙ্গে দেখা করতে চায়। পরে তাকে শনিবার সকালে আসতে বলা হয়। সকালে কারাগারে এসে তিনি নিজেকে গোয়েন্দা সংস্থা ডিজিএফআইয়ের সদস্য হিসেবে পরিচয় দেয়। সন্দেহ হলে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যোগাযোগ করা হয়। এসময় মেহেদীর কাছে আইডি কার্ড দেখতে চাওয়া হলে তিনি তা দেখাতে পারেননি। পরে জানা যায় তিনি ভুয়া ডিজিএফআই। বিষয়টি স্বীকার করে মেহেদী হাসান শাওন জানান তিনি ভুল করেছেন।
বরিশাল কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মুহাম্মদ মঞ্জুর হোসেন বলেন, প্রাথমিকভাবে জানা গেছে তিনি ২০২৪ সালে এক মামলায় কারাগারে ছিলেন। জেল কর্তৃপক্ষ এই ঘটনায় মামলা করবে। পাশাপাশি পুলিশের কাছে প্রতারককে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।
এদিকে ভুক্তভোগীদের অভিযোগ, মেহেদী হাসান শাওন নিজেকে কখনও ডিজিএফআই, কখনও বিজিবি আবার কখন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দিয়ে নানা প্রতারণা করে আসছিল। চাকরি দেওয়ার প্রলোভনসহ বিভিন্ন ব্যক্তিকে ভয়ভীতি দেখিয়ে টাকা নেওয়ারও অভিযোগ আছে তার বিরুদ্ধে। এমনকি গোয়েন্দা সংস্থার সদস্যরাও তাকে আইনের আওতায় আনতে কাজ করছিল। সবশেষ প্রতারণা করতে আসলে তাকে কারা কর্তৃপক্ষ আটক করে। তবে কি কারণে শিক্ষার্থী হুসাইন আল সোহানের সঙ্গে দেখা করতে আসছিল সে বিষয়ে কোনো কথা বলেননি ভুয়া গোয়েন্দা সংস্থার সদস্য মেহেদী।
আপনার মতামত দিন:
(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)