সোমবার, ৩ নভেম্বর ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২


শিশুসহ ১২ বাংলাদেশিকে ফেরত দিলো বিএসএফ

জেলা সংবাদদাতা, চুয়াডাঙ্গা

প্রকাশিত:৯ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৪৭

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে ১২ বাংলাদেশিকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে ৭৬ নম্বর পিলার এলাকায় পতাকা বৈঠকের পর বিজিবির কাছে তাদের হস্তান্তর করা হয়।

ফেরত আসা ব্যক্তিদের মধ্যে ৯ জন পুরুষ, ২ নারী ও ১ শিশু রয়েছে। তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করে বিভিন্ন রাজ্যে কাজ করছিল বলে বিজিবি জানিয়েছে। দর্শনা ইমিগ্রেশন কাজ শেষে তাদেরকে দর্শনা থানায় রাখা হয়েছে।

পতাকা বৈঠকে উপস্থিত ছিলেন বিজিবির দর্শনা কোম্পানি কমান্ডার সুবেদার মো. আশরাফুল ইসলাম এবং বিএসএফের গেদে কোম্পানি কমান্ড্যান্ট এসি সুরন্দর সিং।

চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. নাজমুল হাসান জানান, দর্শনা থানার আনুষ্ঠানিকতা শেষে ফেরত আসা ব্যক্তিদের পরিবারের কাছে পাঠানো হবে।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ৪:৩৩ ভোর
যোহর ১১:৫১ দুপুর
আছর ৪: ১২ বিকেল
মাগরিব ৫: ৫৫ সন্ধ্যা
এশা ০৭: ০৮ রাত

সোমবার ৩ নভেম্বর ২০২৫