বৃহঃস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ৩ আশ্বিন ১৪৩২


১১৩ হেক্টর ধানের জমি পানির নিচে

শেরপুরে মহারশি নদীর বাঁধ ভেঙে নিম্নাঞ্চল প্লাবিত

জেলা সংবাদদাতা, শেরপুর

প্রকাশিত:১৮ সেপ্টেম্বর ২০২৫, ১৯:০২

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার মহারশি নদীর বাঁধ ভেঙে উপজেলা সদর বাজারসহ আশপাশের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে পানির তীব্র স্রোতে বাঁধ ভেঙে পড়ে এই পরিস্থিতির সৃষ্টি হয়। এতে খৈলকুড়া বাজার এলাকার অন্তত ১২ থেকে ১৪টি ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে যায়। বিদ্যুতের খুঁটিসহ বিভিন্ন স্থাপনা ভেসে গেছে।

পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, চেল্লাখালি নদীর পানি বিপদসীমার ২৬১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

স্থানীয়রা জানান, দুপুরের পর থেকে মহারশি ও সোমেশ্বরী নদীর পানি দ্রুত বাড়তে থাকে। এক পর্যায়ে বাঁধ ভেঙে লোকালয় ও উপজেলা সদর বাজারে পানি ঢুকে পড়ে। এতে সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়েন।

কৃষি বিভাগ জানায়, পাহাড়ি ঢলে ঝিনাইগাতী উপজেলার অন্তত ১১৩ হেক্টর রোপা আমন ধানের জমি পানির নিচে তলিয়ে গেছে।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল বলেন, বন্যা পরিস্থিতি মোকাবেলায় পর্যাপ্ত ত্রাণ ও রেসকিউ টিম প্রস্তুত রাখা হয়েছে। পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:২৯ ভোর
যোহর ১১:৫৩ দুপুর
আছর ০৪:১৭ বিকেল
মাগরিব ০৬.০৩ সন্ধ্যা
এশা ০৭:১৬ রাত

বৃহঃস্পতিবার ১৮ সেপ্টেম্বর ২০২৫