শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ৪ আশ্বিন ১৪৩২
ছবি সংগৃহীত
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে তুচ্ছ ঘটনার কারণে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত হওয়ার ঘটনা ঘটেছে। নিহতের নাম ওমর ফারুক খোকা (২৮)।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) জুম্মার নামাজের পর উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের আলাপদীতে এ ঘটনা ঘটে। নিহত ফারুক খোকা মৃত জাহের আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরে নিজ বাড়ির গাছ থেকে ডাব পাড়াকে কেন্দ্র করে ফারুক খোকা ও তার বড় ভাই আক্তার হোসেনের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। এক পর্যায়ে আক্তার হোসেনের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই ফারুক খোকা মারা যান। এর পর সেখান থেকে মরদেহ উদ্ধার করেন সোনারগাঁ থানার উপপরিদর্শক (এসআই) মো. সানোয়ার।
তিনি বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, আমরা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছি। প্রাথমিক তথ্য অনুযায়ী, ডাব পাড়া নিয়েই ঝগড়া হয়েছে। ছুরিকাঘাতকারী ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়েছে। তাকে আটক করার চেষ্টা চলছে।
এ ঘটনায় সোনারগাঁ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) রাশেদুল হাসান খান ও নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ (খ-সার্কেল) আসিফ ইমামের ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা কেউ ফোন রিসিভ করেননি।
আপনার মতামত দিন:
(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)