সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫, ৭ আশ্বিন ১৪৩২


মাছ শিকারের সময় বজ্রপাতে এক জেলের মৃত্যু, আহত ২

জেলা সংবাদদাতা, ভোলা

প্রকাশিত:২২ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৯

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ভোলার তজুমদ্দিনে মেঘনা নদীতে মাছ ধরার সময় আকস্মিক বজ্রপাতে আবু তাহের মাঝি (৫২) নামে এক জেলে নিহত হয়েছেন। এছাড়া তার সঙ্গে থাকা আরও ২ শিশু জেলে আহত হন।

সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে তজুমদ্দিন উপজেলার চৌমুহনি লঞ্চঘাট সংলগ্ন মেঘনা নদীতে এ ঘটনা ঘটে। তজুমদ্দিন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহব্বত খান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত তাহের মাঝি চাঁদপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের বালিয়াকান্দি গ্রামের বাসিন্দা মো. নুর মোহাম্মদের ছেলে। এছাড়া আহতরা হলেন- একই গ্রামের রিদয় (১১) ও মারুফ (১২)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার ভোরে তাহের মাঝির নেতৃত্বে ৩ জন মাঝি-জেলে মেঘনায় গিয়ে মাছ শিকার করছিল। এ সময় হঠাৎ বৃষ্টিপাত শুরু হয় এবং বজ্রপাতে আবু তাহের মাঝি ট্রলারের ভেতরেই নিহত হন। এছাড়া ট্রলারে থাকা রিদয় ও মারুফ আহত হন।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:৩১ ভোর
যোহর ১১:৫২ দুপুর
আছর ০৪:১৫ বিকেল
মাগরিব ০৫.৫৯ সন্ধ্যা
এশা ০৭:১২ রাত

সোমবার ২২ সেপ্টেম্বর ২০২৫