রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১৩ আশ্বিন ১৪৩২
ফাইল ছবি
মাগুরার শালিখা উপজেলায় মাংস বিক্রির উদ্দেশ্যে রোগাক্রান্ত ঘোড়া জবাইয়ের অভিযোগ উঠেছে এক মাংস ব্যবসায়ীর বিরুদ্ধে। গত শনিবার (২৭ সেপ্টেম্বর) রাতে উপজেলার শতপাড়া গ্রামের পালপাড়ার শ্মশানের পাশে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত ব্যবসায়ী হীরাণ মীর (৩৫) টেকের হাট বাজারের গরুর মাংস বিক্রেতা। তিনি শালিখা উপজেলার শতপাড়া গ্রামের হবিবার মীরের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে হীরাণ মীর ও তার সহযোগীরা গোপনে একটি অসুস্থ ঘোড়া জবাই করে মাংস কাটতে থাকে। বিষয়টি টের পেয়ে এলাকাবাসী তাদের ধাওয়া করলে অভিযুক্তরা পালিয়ে যায়। এসময় গলা ও পা কাটা অবস্থায় ঘোড়াটিকে পড়ে থাকতে দেখা যায়। ঘটনাটি ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শী শতপাড়া গ্রামের অনিক হাসান বলেন, প্রথমে আমি ঘটনাটি দেখে স্থানীয় ইউপি সদস্য ও হাজরাহাটি পুলিশ ফাঁড়িকে খবর দিই। এর আগেও হীরাণ গরু চুরি করে একই স্থানে জবাই করেছে বলে অভিযোগ আছে।
শতপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জহুরুল ইসলাম বলেন, ঘটনার খবর পেয়ে আমি ঘটনাস্থলে যাই। তখন হীরাণ ও তার সহযোগীরা পালিয়ে যায়। তার বিরুদ্ধে গরু চুরি, রোগাক্রান্ত গরু জবাই এবং গরুর বদলে ঘোড়ার মাংস বিক্রির অভিযোগ রয়েছে। গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রি বড় ধরনের প্রতারণা। আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
এ বিষয়ে অভিযুক্ত হীরাণ মীরের সঙ্গে মুঠোফোনে কয়েকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
শালিখা হাজরাহাটি পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ পরিদর্শক (এসআই) সুলতান খান বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে গলা ও পা কাটা অবস্থায় একটি ঘোড়া পাওয়া যায়। তবে অভিযুক্ত হীরাণ পলাতক থাকায় তাকে আটক করা সম্ভব হয়নি।
আপনার মতামত দিন:
(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)