মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১৫ আশ্বিন ১৪৩২


খাগড়াছড়ি-গুইমারায় সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটি গঠন

খাগড়াছড়ি থেকে

প্রকাশিত:৩০ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৩৩

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

খাগড়াছড়ি ও গুইমারায় সাম্প্রতিক সংঘর্ষের ঘটনা তদন্তে জেলা প্রশাসনের পক্ষ থেকে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে সংঘর্ষে ক্ষতিগ্রস্ত গুইমারার রামসু বাজার পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান খাগড়াছড়ির জেলা প্রশাসক (ডিসি) এবিএম ইফতেখারুল ইসলাম।

পরিদর্শন শেষে ডিসি বলেন, এখানে যে ক্ষতি হয়েছে তা অপূরণীয়। রাষ্ট্র ক্ষতিগ্রস্তদের পাশে থাকবে। আহত ও নিহত সবাইকে সরকারের পক্ষ থেকে ক্ষতিপূরণ দেওয়া হবে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে আমরা সর্বাত্মক সহযোগিতা করবো।

তিনি আরও বলেন, আন্দোলনকারীদের ৮ দফা দাবির মধ্যে ইতোমধ্যে ৭টি দাবি চিহ্নিত করে কাজ শুরু হয়েছে। আহতদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হয়েছে এবং তাদের চিকিৎসা কার্যক্রম জেলা প্রশাসনের পর্যবেক্ষণে চলছে। নিরাপত্তা বাহিনী সবার নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে বলে তিনি উল্লেখ করেন।

এ সময় খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান সেফালিকা ত্রিপুরা ও পুলিশ সুপার আরেফিন জুয়েল জেলা প্রশাসকের সঙ্গে পরিদর্শনে উপস্থিত ছিলেন।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ৪:৩৩ ভোর
যোহর ১১:৫১ দুপুর
আছর ৪: ১২ বিকেল
মাগরিব ৫: ৫৫ সন্ধ্যা
এশা ০৭: ০৮ রাত

মঙ্গলবার ৩০ সেপ্টেম্বর ২০২৫