মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১৫ আশ্বিন ১৪৩২


প্রথম স্ত্রীকে তালাক না দেওয়ায় দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা

বরিশাল থেকে

প্রকাশিত:৩০ সেপ্টেম্বর ২০২৫, ১৯:২২

ফাইল ছবি

ফাইল ছবি

প্রথম স্ত্রীকে তালাক না দেওয়ায় প্রবাসী স্বামীর সঙ্গে ঝগড়া করে কীটনাশক পান করে আত্মহত্যা করেছেন দ্বিতীয় স্ত্রী রুনা বেগম (২৫)। ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার ভীমেরপাড় গ্রামের।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকালে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রুনার মৃত্যু হয়। এর আগে, সোমবার দুপুরে ঘটে এ ঘটনা।

নিহত রুনা ওই গ্রামের দুবাই প্রবাসী মনির হাওলাদারের দ্বিতীয় স্ত্রী। তার বাবার বাড়ি পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলায়।

গৌরনদী থানা সূত্রে জানা গেছে, প্রথম স্ত্রীর সন্তান না হওয়ায় সাত মাস পূর্বে গার্মেন্টস শ্রমিক রুনাকে বিয়ে করেন মনির। এরপর তিনি প্রথম স্ত্রীকে তার বাবার বাড়ি উজিরপুরের সাতলা এবং দ্বিতীয় স্ত্রীকে ভীমেরপাড় গ্রামে নিজ বাড়িতে রেখে দুবাই চলে যান।

দ্বিতীয় স্ত্রী রুনা তার প্রবাসী স্বামী মনিরকে প্রথম স্ত্রীকে তালাক দেওয়ার জন্য চাঁপ প্রয়োগ করে। সোমবার সকালে স্বামীর সঙ্গে মোবাইল ফোনে ঝগড়া হয় রুনার। ওইদিন দুপুরে পরিবারের কাউকে না জানিয়ে ঘরে থাকা কীটনাশক পান করে অসুস্থ হয়ে পরেন রুনা। দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছেন, রুনা বেগমের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ৪:৩৩ ভোর
যোহর ১১:৫১ দুপুর
আছর ৪: ১২ বিকেল
মাগরিব ৫: ৫৫ সন্ধ্যা
এশা ০৭: ০৮ রাত

মঙ্গলবার ৩০ সেপ্টেম্বর ২০২৫