মঙ্গলবার, ৫ আগস্ট ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২


চাঁদপুরে অবৈধ কারেন্ট জালসহ গ্রেফতার ১০

জেলা সংবাদদাতা, চাঁদপুর

প্রকাশিত:৮ জুন ২০২৪, ১৯:৩৪

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

চাঁদপুরের হাইমচরে মেঘনা নদীতে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল দিয়ে মাছ ধরার অভিযোগে ১০ জেলেকে গ্রেফতার করেছে নৌপুলিশ। একই সঙ্গে মাছ ধরার কাজে ব্যবহৃত নৌকা জব্দ করা হয়েছে।

শুক্রবার (৭ জুন) বিকেলে চরভৈরবী এলাকা হতে এই অভিযান চালানো হয় বলে নিশ্চিত করেছেন নীলকমল নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. নাসিম।

গ্রেফতার জেলেরা হলেন- মো. আলী হোসেন বেপারী (৩৫), আব্দুল্লাহ (২৭), আলামিন (৩০), আল আমিন (৩০), মো. জাকির হাওলাদার (৬০), মো. স্বপন (২২), জাকির হোসেন (২৬), নাঈম মোল্লা (১৮), আলতাফ ব্যাপারী (১৯) এবং ইদ্রিস মাল (৪০)। তারা সবাই বরিশাল জেলার হিজলা উপজেলার গৌরবদি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

এ বিষয়ে নীলকমল নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. নাসিম বলেন, জেলেদের থেকে ১৫ লাখ টাকা সমমূল্যের আড়াই লাখ বর্গ মিটার কারেন্ট জাল উদ্ধার ও ডবল ইঞ্জিনচালিত ১টি কাঠের নৌকা জব্দ করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:০৯ ভোর
যোহর ১২:০৫ দুপুর
আছর ০৪:৪২ বিকেল
মাগরিব ০৬.৪২ সন্ধ্যা
এশা ০৮:১ রাত

মঙ্গলবার ৫ আগস্ট ২০২৫