সোমবার, ৪ আগস্ট ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২


মানি ট্রান্সফার কোম্পানির প্রতিনিধিদের সঙ্গে গভর্নরের বৈঠক

অর্থনৈতিক প্রতিবেদক

প্রকাশিত:১১ জুন ২০২৫, ১৬:৩২

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

বৈধ পথে রেমিটেন্স বাড়াতে যুক্তরাজ্যে অবস্থিত মানি ট্রান্সফার কোম্পানিগুলোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। যুক্তরাজ্যের স্থানীয় সময় মঙ্গলবার (১০ জুন) দেশটিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশ ইকোনোমিক কাউন্সিলরের উপস্থিতিতে এ বৈঠকে বৈধ পথে আরও বেশি রেমিট্যান্স কীভাবে পাঠানো যায় তা নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়।

আলোচনায় নেক গ্রুপের চেয়ারম্যান ও বাংলাদেশি এনআরবি মানি ট্রান্সফার কোম্পানি অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ইকরাম ফরাজী, ব্র্যাক সাজনের ম্যানেজিং ডিরেক্টর আব্দুস সালামসহ বিভিন্ন মানি ট্রান্সফার কোম্পানির প্রতিনিধি এবং বাংলাদেশি কমিউনিটির গুরুত্বপূর্ণ ব্যক্তিরাসহ অনেক প্রবাসী এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

নেক গ্রুপের চেয়ারম্যান ইকরাম ফরাজী বলেন, বিভিন্ন দেশে অবস্থিত প্রবাসীদের নিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মহোদয়ের এই ধরনের আলোচনা সভা বৈধ পথে রেমিটেন্স বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করি।

তিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে আশ্বস্ত করে বলেন, ‘হটাব হুন্ডি, বাঁচাব দেশ, গড়ব সোনার বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ ব্যাংক এবং আমরা প্রবাসীদের সঙ্গে একযোগে কাজ করতে চাই। দেশের অর্থনীতির চাকাকে শক্তিশালী করতে আমরা কাজ করতে চাই।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:০৮ ভোর
যোহর ১২:০৫ দুপুর
আছর ০৪:৪২ বিকেল
মাগরিব ০৬.৪৪ সন্ধ্যা
এশা ০৮:৩ রাত

সোমবার ৪ আগস্ট ২০২৫