রবিবার, ৩ আগস্ট ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২
ছবি সংগৃহীত
ব্যক্তিশ্রেণির করদাতাদের (Individual Taxpayers) জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তবে চার ধরনের ব্যক্তিদের ক্ষেত্রে এ বাধ্যবাধকতা শিথিল করা হয়েছে।
রবিবার (৩ আগস্ট) এনবিআর এ সংক্রান্ত বিশেষ আদেশ জারি করেছে। এতে সই করেছেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের (আইআরডি) সচিব ও এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান।
আগামীকাল সোমবার (৪ আগস্ট) থেকে এ আদেশ কার্যকর হবে।
আদেশে বলা হয়েছে, আয়কর আইন, ২০২৩-এর ধারা ৩২৮ এর উপ-ধারা (৪)-এ প্রদত্ত ক্ষমতাবলে জাতীয় রাজস্ব বোর্ড এই আদেশ দ্বারা ৪ আগস্ট থেকে ২০২৫-২৬ করবর্ষের জন্য সব স্বাভাবিক ব্যক্তি করদাতার অনলাইনে (www.etaxnbf.gov.bd) আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করলো।
বিশেষ আদেশে চার শ্রেণির করদাতাকে অনলাইনে রিটার্ন দাখিল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তারা হলেন:
১. ৬৫ বছর বা তার চেয়ে বেশি বয়সের প্রবীণ করদাতা
২. শারীরিকভাবে অক্ষম বা বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা (প্রমাণপত্র সাপেক্ষে)
৩. বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিক
৪. মৃত করদাতার পক্ষে আইনগত প্রতিনিধি
তবে এই চার শ্রেণির করদাতা ইচ্ছা করলে অনলাইনেই রিটার্ন জমা দিতে পারবেন।
আদেশে আরও বলা হয়েছে, ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধন সংক্রান্ত সমস্যার কারণে ওই চার ধরনের করদাতারা বাদে অন্য যেকোনো স্বাভাবিক ব্যক্তি করদাতা অনলাইনে আয়কর রিটার্ন দাখিলে সমর্থ না হলে ৩১ অক্টোবরের মধ্যে সংশ্লিষ্ট উপ-করকমিশনারের কাছে সুনির্দিষ্ট যৌক্তিকতাসহ আবেদন করলে সংশ্লিষ্ট অতিরিক্ত বা যুগ্ম-করকমিশনারের অনুমোদনক্রমে ওই করদাতা পেপার রিটার্ন (কাগজে ফরম পূরণ) দাখিল করতে পারবেন।
এই আদেশে সব মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর এবং সরকারি ও বেসরকারি দপ্তরগুলোর কর্মকর্তাদের এ বিষয়ে অবহিত করার নির্দেশ দেওয়া হয়েছে।
আপনার মতামত দিন:
(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)