রবিবার, ১৭ আগস্ট ২০২৫, ২ ভাদ্র ১৪৩২


পদত্যাগ করলেন ঢাকা ব্যাংকের এমডি শেখ মোহাম্মদ মারুফ

অর্থনৈতিক প্রতিবেদক

প্রকাশিত:১৭ আগষ্ট ২০২৫, ১৬:৩২

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শেখ মোহাম্মদ মারুফ ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন। গত বৃহস্পতিবার (১৫ আগস্ট) তিনি ব্যাংক কর্তৃপক্ষের কাছে তার পদত্যাগপত্র জমা দেন।

জানা গেছে, সাম্প্রতিক সরকার পরিবর্তনের পর ব্যাংকের অভ্যন্তরে চাপ বৃদ্ধি ও পরিচালনা পর্ষদের সঙ্গে মতবিরোধের প্রেক্ষাপটে পদত্যাগ করেছেন তিনি। ব্যাংকের অভ্যন্তরীণ পরিবেশে চলমান টানাপোড়েনের মধ্যেই তার এই সিদ্ধান্ত আলোচনার জন্ম দিয়েছে।

শেখ মোহাম্মদ মারুফ ২০২৪ সালের অক্টোবরে ঢাকা ব্যাংকের এমডি পদে যোগ দেন। এর আগে তিনি সিটি ব্যাংকে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এ বিষয়ে ঢাকা ব্যাংকের পরিচালনা পর্ষদের এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, তার পদত্যাগপত্র আমরা পেয়েছি এবং আগামী সোমবার পর্ষদ সভায় বিষয়টি নিয়ে সিদ্ধান্ত হবে।

পদত্যাগের বিষয়ে শেখ মোহাম্মদ মারুফের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি।

শেখ মোহাম্মদ মারুফের পদত্যাগের পর, ব্যাংকের পরবর্তী ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে কে আসবেন- সে বিষয়ে ব্যাংকিং মহলে আগ্রহ তৈরি হয়েছে।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:১৫ ভোর
যোহর ১২:০৩ দুপুর
আছর ০৪:৩৮ বিকেল
মাগরিব ০৬.৩৪ সন্ধ্যা
এশা ০৭:৫০ রাত

রবিবার ১৭ আগস্ট ২০২৫