শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২


শুল্ক বাধা কাটিয়ে হিলি বন্দরে ভারতীয় চালের ঢেউ, কমছে দাম

অর্থনৈতিক প্রতিবেদক

প্রকাশিত:২৩ আগষ্ট ২০২৫, ১১:১৬

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

শুল্ক জটিলতা কাটিয়ে ওঠার পর হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে প্রচুর পরিমাণ চাল আমদানি হচ্ছে। চলছে বেচাকেনাও।

গতকাল শুক্রবার (২২ আগস্ট) একদিনেই এই বন্দর দিয়ে ৯৮ ট্রাকে ৪ হাজার ২শ’ টন চাল আমদানি হয়েছে। গত ৯ দিনে এসেছে ৩৩২ ট্রাকে প্রায় ১৫ হাজার টন চাল।

আমদানি বাড়ার সাথে সাথে দামও কমছে দু-এক টাকা করে। গত তিন দিনে দাম কমেছে কেজিতে ২ থেকে ৩ টাকা।

সবচেয়ে বেশি আমদানি হচ্ছে সরু জাতের শম্পা চাল। প্রথম দিকে হিলি বন্দরের পাইকারী বাজারে প্রতি কেজি সরু জাতের শম্পা চাল ৭২ টাকায় বিক্রি হলেও এখন তা বিক্রি হচ্ছে ৬৯ টাকায়।

ব্যবসায়ীরা বলছেন, আমদানির এই ধারা অব্যাহত থাকলে দাম আরও কমে আসবে। আমদানিকরা এসব চাল স্থানীয় বাজারের পাশাপাশি সরবরাহ হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, সিলেটসহ দেশের বিভিন্ন প্রান্তে।

ডিএস /সীমা

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:১৮ ভোর
যোহর ১২:০২ দুপুর
আছর ০৪:৩৫ বিকেল
মাগরিব ০৬.২৯ সন্ধ্যা
এশা ০৭:৪৪ রাত

শনিবার ২৩ আগস্ট ২০২৫