বুধবার, ১ অক্টোবর ২০২৫, ১৬ আশ্বিন ১৪৩২


ডিএসই পরিচালক

অর্থপাচার রোধ ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে গুরুত্ব দেওয়া হচ্ছে

অর্থনৈতিক প্রতিবেদক

প্রকাশিত:১ অক্টোবর ২০২৫, ১৫:৪৫

ফাইল ছবি

ফাইল ছবি

পুঁজিবাজারে স্বচ্ছতা, বিনিয়োগকারীর আস্থা এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে অর্থপাচার প্রতিরোধ (এএমএল) ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ (সিএফটি) কার্যক্রমকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালক মেজর জেনারেল মোহাম্মদ কামরুজ্জামান (অব.)।

পুঁজিবাজার মধ্যস্থতাকারীদের জন্য অর্থপাচার প্রতিরোধ ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে আয়োজিত দুই দিনব্যাপী (২৯ ও ৩০ সেপ্টেম্বর) প্রশিক্ষণ কর্মশালার সমাপনী দিনে মঙ্গলবার তিনি এ কথা বলেন। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ডিএসই।

প্রশিক্ষণ কর্মশালায় পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সহকারী পরিচালক মোহাম্মদ নুরুজ্জামান এবং ডিএসইর উপ-মহাব্যবস্থাপক সৈয়দ আল আমিন রহমান উপস্থিত ছিলেন।

ডিএসই পরিচালক বলেন, ‘অর্থপাচার প্রতিরোধ ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ কার্যক্রমে গ্রাহক পরিচিতি নিশ্চিত করা (কেওয়াইসি) এবং ঝুঁকি-ভিত্তিক গ্রাহক যাচাই (সিডিডি), সন্দেহজনক লেনদেন ও কার্যক্রম শনাক্তকরণ এবং রিপোর্টিং, কর্মকর্তা-কর্মচারীদের জন্য নিয়মিত প্রশিক্ষণ কর্মসূচি এবং বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) ও নিয়ন্ত্রক কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলতে হবে। ডিএসই বিশ্বাস করে, সব ক্যাপিটাল মার্কেট ইন্টারমিডিয়ারির সক্রিয় অংশগ্রহণের মাধ্যমেই একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক পুঁজিবাজার প্রতিষ্ঠা সম্ভব।’

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ৪:৩৩ ভোর
যোহর ১১:৫১ দুপুর
আছর ৪: ১২ বিকেল
মাগরিব ৫: ৫৫ সন্ধ্যা
এশা ০৭: ০৮ রাত

বুধবার ১ অক্টোবর ২০২৫