বৃহঃস্পতিবার, ৮ মে ২০২৫, ২৪ বৈশাখ ১৪৩২


পাঁচ দাবিতে ৭ দিন ধরে আন্দোলনে নার্সিং শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:৭ মে ২০২৫, ১০:৫০

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

পাঁচ দফা দাবিতে টানা সাত দিন ধরে সারাদেশের সরকারি-বেসরকারি নার্সিং কলেজের শিক্ষার্থীরা আন্দোলন করে যাচ্ছেন। চলমান এই আন্দোলনের অংশ হিসেবে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করা হচ্ছে। একইসঙ্গে বরিশাল নার্সিং কলেজের সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে রাজধানীর শেরে বাংলা নগরের নার্সিং কলেজ প্রাঙ্গণে আজ বুধবার (৭ মে) বিক্ষোভ কর্মসূচি পালন করছেন ঢাকাস্থ শিক্ষার্থীরা।

ঢাকা নার্সিং কলেজের শিক্ষার্থী মো. আবুল হোসেন ইমন জানান, বর্তমানে দেশের ৩২টি সরকারি ও ১৫৪টি বেসরকারি নার্সিং কলেজের চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রিধারী শিক্ষার্থীরা একযোগে এই কর্মসূচি পালন করছেন। তাদের পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে—বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নীতিমালা অনুসরণ করে নার্সিং কলেজে শিক্ষকদের নিয়োগ, স্নাতক ডিগ্রিধারী নার্সদের নবম গ্রেডে সরাসরি নিয়োগ, সংযুক্ত ডিপ্লোমাধারী নার্সদের নিজ নিজ কর্মস্থলে প্রত্যাবর্তন, ইন্টার্ন নার্সদের ভাতা ২০ হাজার টাকায় উন্নীতকরণ, ডিপ্লোমা ডিগ্রির পরিবর্তে তিন বছর মেয়াদি স্নাতক ডিগ্রির প্রবর্তন এবং বেসরকারি নার্সিং কলেজগুলোর জন্য টিউশন ফি ও শিক্ষকদের ন্যূনতম বেতন নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, বরিশাল নার্সিং কলেজের সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় তারা গভীর উদ্বিগ্ন। এই ঘটনার প্রতিবাদে ঢাকার পাশাপাশি সারাদেশের নার্সিং কলেজগুলোতে বিক্ষোভ চলছে। কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, ঢাকা বিশ্ববিদ্যালয়, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ২৪ ঘণ্টার সময়সীমা দিয়ে দাবি বাস্তবায়নের লক্ষ্যে স্মারকলিপি পেশ করা হবে।

এছাড়া, আন্দোলন চলাকালীন নতুন কোনো ভর্তি কার্যক্রম না চালানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন শিক্ষার্থীরা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলেও সাফ জানিয়ে দিয়েছেন তারা।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৩:৫৮ ভোর
যোহর ১১:৫৫ দুপুর
আছর ০৪:৩২ বিকেল
মাগরিব ০৬:৩৪ সন্ধ্যা
এশা ০৭:৫১ রাত

বৃহঃস্পতিবার ৮ মে ২০২৫