মঙ্গলবার, ৫ আগস্ট ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২


৩ লাখ টাকা পর্যন্ত গবেষণা সহায়তা পাবেন বিশ্ববিদ্যালয় শিক্ষকরা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:২০ জুন ২০২৫, ২০:১৫

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষকদের মৌলিক গবেষণায় সহায়তা হিসেবে সর্বোচ্চ তিন লাখ টাকা দেওয়ার ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ইউজিসি।

আগ্রহী শিক্ষকদের আগামী ১৬ জুলাইয়ের মধ্যে ইউজিসির ওয়েবসাইটে প্রবেশ করে নির্ধারিত ফরম পূরণ করে অনলাইনে আবেদন করতে হবে।

বিজ্ঞপ্তির তথ্যমতে, পাবলিক বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষকের জন্য অনলাইনে গবেষণা প্রকল্প প্রস্তাব জমার বিষয়টি উন্মুক্ত। তবে প্রভাষকদের ন্যূনতম যোগ্যতা হিসেবে পিএইচডি ডিগ্রি থাকা বাধ্যতামূলক করা হয়েছে।

এদিকে পাবলিক বিশ্ববিদ্যালয়ের কোনো গবেষক ইউজিসির অর্থায়নে কোনো গবেষণা কাজে যুক্ত থাকলে তা সম্পন্ন না হওয়া পর্যন্ত আবেদন করতে পারবেন না। নতুন করে আবেদনকারী গবেষকরা একাধিক ক্যাটাগরিত গবেষণা প্রস্তাব জমা দিতে পারবেন না। তবে তিনি গবেষণা প্রস্তাবের প্রধান না হলে অন্য প্রধান গবেষকের প্রস্তাবে গবেষণা সহযোগী হতে বাধা নেই।

কলা ও মানবিক, সামাজিক বিজ্ঞান এবং ব্যবসায় শিক্ষা শাখার গবেষণায় ২ লাখ ৬০ হাজার টাকা এবং বিজ্ঞান ও প্রযুক্তি গবেষণা শাখার জন্য তিন লাখ টাকা বরাদ্দ পাবেন।

গবেষণা অনুদান হিসেবে ইউজিসি থেকে দেওয়া অর্থ ব্যয় ও প্রকল্প বাস্তবায়নের বিষয়ে সংশ্লিষ্ট গবেষকদের ইউজিসির সব শর্ত ও নির্দেশনা মানতে হবে। গবেষণা প্রকল্প প্রস্তাব জমা দেওয়ার বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যাবে ইউজিসির ওয়েবসাইটে (www.ugc.gov.bd)।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:০৯ ভোর
যোহর ১২:০৫ দুপুর
আছর ০৪:৪২ বিকেল
মাগরিব ০৬.৪২ সন্ধ্যা
এশা ০৮:১ রাত

মঙ্গলবার ৫ আগস্ট ২০২৫