মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২
ছবি সংগৃহীত
চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের চূড়ান্ত সময় ঘোষণা করেছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। আগামী ১০ জুলাই (বৃহস্পতিবার) দুপুর ২টায় একযোগে ফল প্রকাশ করবে দেশের ১১টি শিক্ষা বোর্ড। একইসঙ্গে ফল নিয়ে অসন্তুষ্ট শিক্ষার্থীদের জন্য খাতা পুনঃনিরীক্ষণের আবেদন গ্রহণ শুরু হবে পরদিন ১১ জুলাই থেকে, যা চলবে ১৭ জুলাই পর্যন্ত।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর, ময়মনসিংহ, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এসএসসি ও সমমান পরীক্ষার ফল বোর্ডের ওয়েবসাইট, শিক্ষাপ্রতিষ্ঠান ও এসএমএসের মাধ্যমে জানা যাবে।
ফল পাওয়ার পর যদি কোনো শিক্ষার্থী মনে করে, তার কোনো বিষয়ের নম্বর প্রত্যাশার তুলনায় কম এসেছে বা ভুলভাবে মূল্যায়ন করা হয়েছে, তাহলে সে নির্ধারিত সময়ের মধ্যে পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করতে পারবে।
এই আবেদন শুধুমাত্র টেলিটক মোবাইল অপারেটরের সংযোগ ব্যবহার করে এসএমএসের মাধ্যমে করা যাবে। প্রতিটি বিষয়ের জন্য নির্ধারিত ফি দিয়ে আবেদন করতে হবে। আবেদনের ফরম্যাট ও বিস্তারিত নিয়মাবলি ফল প্রকাশের দিন টেলিটক বাংলাদেশ লিমিটেড এবং শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পুনঃনিরীক্ষণ বলতে বোর্ড কর্তৃপক্ষ প্রশ্নপত্রের নতুন করে মূল্যায়ন না করে, বরং নম্বর যোগে কোনো ভুল হয়েছে কিনা, প্রশ্ন বাদ পড়েছে কিনা, উত্তরপত্র মূল্যায়নের নিয়ম ঠিকভাবে অনুসরণ করা হয়েছে কিনা—এসব দিক যাচাই করে দেখে। তবে পরীক্ষার্থীর খাতা নতুন করে দেখা বা পূর্ণাঙ্গ পুনর্মূল্যায়ন করা হয় না।
এদিকে বোর্ড থেকে আরও জানানো হয়েছে, ফল কোনোভাবেই শিক্ষা মন্ত্রণালয়, বোর্ড অফিস বা পত্রিকা অফিসে পাওয়া যাবে না। শিক্ষার্থীদেরকে ওয়েবসাইট, সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এবং এসএমএসের মাধ্যমে ফল জানতে হবে।
প্রতিষ্ঠানভিত্তিক ফল EIIN নম্বর ব্যবহার করে Result Corner থেকে ডাউনলোড করতে পারবে প্রতিষ্ঠানপ্রধানরা। শিক্ষার্থীরাও নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান থেকে ফল সংগ্রহ করতে পারবে। আবার মোবাইলে ফল পেতে হলে, নির্ধারিত ফরম্যাটে রোল নম্বর ও বোর্ড কোড লিখে ১৬২২২ নম্বরে এসএমএস করতে হবে।
ফল ও পুনঃনিরীক্ষণের বিষয় নিয়ে বিস্তারিত তথ্য পাওয়া যাবে www.educationboardresults.gov.bd এবং সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইটে।
প্রসঙ্গত, চলতি বছর এসএসসি পরীক্ষা শুরু হয়েছিল গত ১৫ ফেব্রুয়ারি এবং শেষ হয় ১৫ মে। সারাদেশের ৯টি বোর্ডের অধীনে ২ হাজার ২৮২টি কেন্দ্রে, মাদ্রাসা বোর্ডের অধীনে ৭২৫টি কেন্দ্রে এবং ভোকেশনাল বা কারিগরি বোর্ডের অধীনে ৬৯৯টি কেন্দ্রে একযোগে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
ডিএস /সীমা
আপনার মতামত দিন:
(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)