শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২


এবার এসএসসিতে প্রকৃত পাসের হার পাওয়া গেছে: ড. এহসানুল কবীর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:১০ জুলাই ২০২৫, ১৬:১৫

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় খাতা মূল্যায়নে এবার ওভার মার্কিং কিংবা আন্ডার মার্কিং করা হয়নি। ফলে ফলাফলে প্রকৃত পাসের হার প্রতিফলিত হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবীর।

বৃহস্পতিবার (১০ জুলাই) ঢাকা শিক্ষা বোর্ডের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ফলাফলের পরিসংখ্যান তুলে ধরার সময় তিনি এ কথা বলেন।

এহসানুল কবীর বলেন, “পূর্বের বছরগুলোতে সাবজেক্ট ম্যাপিং ও অতিরিক্ত নম্বর দেওয়ার মাধ্যমে পাসের হার অনেক বেশি দেখানো হতো। তবে এবার সেই প্রক্রিয়া থেকে সরে এসে বাস্তব মূল্যায়নের ভিত্তিতে ফল তৈরি করা হয়েছে।”

চলতি বছরের ফলাফলে দেখা যায়, এসএসসি ও সমমান পরীক্ষায় মোট পাস করেছেন ১৩ লাখ ৩ হাজার ৪২৬ জন শিক্ষার্থী। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ৩৯ হাজার ৩২ জন। গড় পাসের হার ৬৮.৪৫ শতাংশ।

বোর্ডভিত্তিক পাসের হার:
রাজশাহী বোর্ড: ৭৭.৬৩% (শীর্ষ স্থান)

যশোর বোর্ড: ৭৩.৬৯%

কারিগরি শিক্ষা বোর্ড: ৭৩.৬৩%

চট্টগ্রাম বোর্ড: ৭২.০৭%

সিলেট বোর্ড: ৬৮.৫৭%

মাদ্রাসা বোর্ড: ৬৮.০৯%

ঢাকা বোর্ড: ৬৭.৫১%

দিনাজপুর বোর্ড: ৬৭.০৩%

কুমিল্লা বোর্ড: ৬৩.৬০%

ময়মনসিংহ বোর্ড: ৫৮.২২%

বরিশাল বোর্ড: ৫৬.৩৮% (সর্বনিম্ন)

ড. এহসানুল কবীর আরও জানান, ফলাফল তৈরির ক্ষেত্রে শিক্ষার্থীদের প্রকৃত দক্ষতা ও জ্ঞান মূল্যায়নই অগ্রাধিকার পেয়েছে। এজন্যই এবারের পাসের হার আগের তুলনায় কম হলেও এটি বেশি বাস্তবসম্মত।

ডিএস /সীমা

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৩:৫২ ভোর
যোহর ১২:০৪ দুপুর
আছর ০৪:৪৪ বিকেল
মাগরিব ০৬.৫৩ সন্ধ্যা
এশা ০৮:১৬ রাত

শুক্রবার ১১ জুলাই ২০২৫